জাদেজার বিয়েতে চলল গুলি, এল পুলিস
সকাল থেকে সবাই ছিল উৎসবের মেজাজে। বিয়ে বাড়ি বলে কথা। কিন্তু ঠিক শেষ মুহূর্তে, জাদেজা তখন কনের বাড়িতে রওনা দেওয়ার জন্য ঘোড়ায় চড়েও বসেছেন, তখনই ঘটল বিপত্তিটা। বিয়ে বাড়িতে চলল গুলি। এল পুলিস। এমন কী হল বিয়েবাড়িতে যে গুলি চলল?
ওয়েব ডেস্ক: সকাল থেকে সবাই ছিল উৎসবের মেজাজে। বিয়ে বাড়ি বলে কথা। কিন্তু ঠিক শেষ মুহূর্তে, জাদেজা তখন কনের বাড়িতে রওনা দেওয়ার জন্য ঘোড়ায় চড়েও বসেছেন, তখনই ঘটল বিপত্তিটা। বিয়ে বাড়িতে চলল গুলি। এল পুলিস। এমন কী হল বিয়েবাড়িতে যে গুলি চলল?
বরযাত্রীরা তখন রওনা দেওয়ার জন্য তৈরি। তৈরি ব্যান্ড-বাজা-বারাতও। উত্তেজনায় টগবগ করছে জাড্ডুর আত্মীয়-সজন, বন্ধু বান্ধব সকলেই। খুশির প্রকাশ করতে গিয়ে হঠাৎই নিজের রিভলবার থেকে গুলি চালিয়ে বসেন জাদেজার এক আত্মীয়। একটু অসাবধানী হলেই সেই গুলি লাগতে পারত যেকোনও লোকের গায়ে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিস। তদন্ত হয়। কড়া করে জানিয়ে দেওয়া হয় যে, জাদেজার আত্মীয় যে কাজ করেছেন তা বেআইনি। লাইসেন্সড বন্দুক হলেও তা থেকে যখন তখন এভাবে গুলি চালানো যায় না। একমাত্র আত্মরক্ষার জন্যই বন্দুক ব্যবহার করা যায়।
এর আগে জাদেজার সঙ্গীতেও দেখা যায় অস্ত্রে ব্যবহার। দেখে নিন সেই ভিডিও