ওয়েব ডেস্ক: নজির গড়লেন গুরপ্রীত সিং। ভারতের প্রথম ফুটবলার হিসেবে ইউরোপের প্রথম ডিভিসন লিগের ম্যাচে শুরু থেকে খেললেন এই গোলরক্ষক। নরওয়ের লিগের গুরপ্রীতের ক্লাব স্টাবেক এফসি  মুখোমুখি হয়েছিল আইকে স্টার্টের সঙ্গে। অ্যাওয়ে ম্যাচে পাঁচ গোলে জেতে স্টাবেক। একটাও গোল হজম করেননি গুরপ্রীত। এই ম্যাচ জিতে প্রথম ডিভিসনে টিকে থাকার আশার বাঁচিয়ে রাখল স্টাবেক। অতীতে বাইচুং ভুটিয়া,সুনীল ছেত্রীর মতো ফুটবলার বিদেশে বিভিন্ন ক্লাবে খেলেছেন। তবে পেশাদার লিগের কেউতে শুরু থেকে খেলেননি। সবাইকে ছাপিয়ে গেলেন গুরপ্রীত।