নিজস্ব প্রতিবেদন: গত বছরের ডিসেম্বরে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।  জানুয়ারিতেও সমস্যা ছিল। বুঝতেই পারেননি। ভেবেছিলেন সাধারণ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। জুন মাসে এসে নিজের করোনা  আক্রান্তের খবর সবাইকে জানালেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ইয়ান বোথাম। সেই সঙ্গে করোনাকে ভয় না পেয়ে দ্রুত মাঠে ক্রিকেট ফেরা উচিত্ বলেই মনে করেন তিনি।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


গুড মর্নিং ব্রিটেনকে দেওয়া এক সাক্ষাত্কারে ইয়ান বোথাম বলেন, "মাস ছয়েক আগের কথা...  সে সময় এই কোভিড-19 নিয়ে এত কথা জানত না। অনেকেই হয়তো নাম শোনেনি। আসলে আমার কোভিড-19 হয়েছিল। ডিসেম্বরের একেবারে শেষ দিকে আমি আক্রান্ত হই। জানুয়ারিতেও ভুগেছিলাম। আমি তো ভেবেছিলাম ফ্লু হয়েছে।"


প্রাক্তন ইংল্যান্ড অলরাউন্ডার আরও বলেন, এখন মানুষ অনেক সচেতন।  করোনাভাইরাসকে ভয় না করে ক্রিকেট শুরু করার পরামর্শও দিয়েছেন কিংবদন্তি বোথাম।


 


আরও পড়ুন - যত কাণ্ড ইমরানের দেশে! দেশের নামের বানানও ভুল লিখল পাকিস্তান ক্রিকেট বোর্ড