ওয়েব ডেস্ক: আজ ৪ জুন। জন্মদিন এক ইংরেজ ক্রিকেটারের। নাম বেনস্টোকস। ইংল্যান্ডের এই ক্রিকেটার গত টি২০ বিশ্বকাপে ব্রেথওয়েটের কাছে খুব পেটানি খেয়েছিলেন। মূলত, তাঁর জন্যই ইংল্যান্ডের হাত থেকে বেরিয়ে যায় বিশ্বকাপ জেতার স্বপ্ন। টি২০ বিশ্বকাপ ফাইনালে বেন স্টোকস মাত্র ২.৪ ওভার বল করে ৪১ রান দিয়েছিলেন! ইকোনমি রেট ১৫.৩৭!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বলেছিলেন ফিরে আসবেন। তিনি নিশ্চয়ই ফিরে আসুন। তাঁর আগে জন্মদিনে জেনে নিন, বেন স্টোকস সম্পর্কে এমন তিনটে তথ্য, যা তাঁকে বাকিদের থেকে অনেকটা এগিয়ে রাখে।


১) বেন স্টোকস আসলে জন্মেছিলেন নিউজিল্যান্ডে। মাত্র ১২ বছর বয়সে তিনি চলে আসেন ইংল্যান্ডে।


২) ইংল্যান্ডের হয়ে টেস্টে সবথেকে দ্রুত ডাবল সেঞ্চুরি করার রেকর্ড স্টোকসের নামেই আছে!


৩) টেস্টের ছ নম্বরে ব্যাট করতে নেমে ২৫৮ রান করেছেন! এটাও রেকর্ড।