ওয়েব ডেস্ক: আজ ২১ ডিসেম্বর। জন্মদিন অভিনেতা গোবিন্দা থেকে অভিনেত্রী তামান্নার। এছাড়াও আজ জন্মদিন আমাদের দেশের এক বিখ্যাত ক্রিকেটারেরও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

যদিও আজ তিনি ৫৬ বছরে পা দিলেন। তাই শুধু ক্রিকেটার বললেই তো তাঁকে হবে না। বলতে হবে প্রাক্তন ক্রিকেটার। হ্যাঁ, তিনি কৃষ্ণমাচারি শ্রীকান্ত। আজ তাঁর জন্মদিনে জেনে নিন, ৫ টি অজানা তথ্য। জানলে ভালোই লাগবে।


১) কৃষ্ণমাচারি শ্রীকান্তের অধিনায়কত্বেই ভারতীয় দলে খেলা শুরু করেন সচিন তেন্ডুলকর।


২) শ্রীকান্তের একদিনের ক্রিকেটে, টেস্ট ক্রিকেটে এবং প্রথম শ্রেনীর ক্রিকেটেও সর্বোচ্চ রান এক! হ্যাঁ, সবক্ষেত্রেই শ্রীকান্তের সর্বোচ্চ রান ১২৩!


৩) শ্রীকান্তের ছেলে অনিরুদ্ধ শ্রীকান্তও ক্রিকেট খেলেন।


৪) শ্রীকান্ত ছিলেন ওপেনিং ব্যাটসম্যান। সুনীল গাভাসকরের ওপেনিং পার্টনার ছিলেন তিনি।


৫) দেশের হয়ে ৪৩ টি টেস্ট, ১৪৬ টি একদিনের ম্যাচ খেলেছেন শ্রীকান্ত।