IPL-এ সবচেয়ে বেশি ছক্কা যাঁর, আজ সেই `ইউনিভার্স বস`-এর জন্মদিন
রবিবার অবশ্য দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলেননি তিনি।
নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট বিশ্ব তাঁকে চেনে 'ইউনিভার্স বস' নামে। ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল আজ ৪১-এ পা দিলেন। টি-টোয়েন্টি ক্রিকেটের বিধ্বংসী ব্যাটসম্যান এখন আমিরশাহিতে রয়েছেন আইপিএল খেলতে। কিংস ইলেভেন পঞ্জাবের জার্সিতে খেলছেন তিনি। রবিবার অবশ্য দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলেননি তিনি।
৪১ বছরে পা দেওয়া ক্রিস গেইল আইপিএলের ইতিহাসে পাঁচটি রেকর্ড নিজের দখলে রেখেছেন।
(১) ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড এখনও গেইলের দখলে। ২০১৩ সালের আইপিএলে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন তিনি। পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে। মেরেছিলেন ১৭টি ছক্কা।
(২) আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন ক্রিস গেইল। এখন পর্যন্ত ৬টি শতরান করেছেন ক্রোড়পতি লিগে।
(৩) ২০১১ এবং ২০১২ সালের আইপিএলে পর পর দু বছর অরেঞ্জ ক্যাপ নিজের দখলে রাখেন গেইল। ২০১১ সালে ৬০৮ এবং ২০১২ সালে ৭০০ রান করেছিলেন তিনি।
(৪) ১২টি আইপিএলে এখন পর্যন্ত ৩২৬ টি ছক্কা হাঁকিয়েছেন ক্রিস গেইল।
(৫) আইপিএলের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করেন গেইল। ৩০ বলে ১০০ রান করেছিলেন তিনি ২০১৩ সালে পুণে ওয়ারিয়র্সের বিরুদ্ধে।
আরও পড়ুন- আফ্রিদির চমক! ৪ বলে ৪ উইকেট, চারটেই ক্লিন বোল্ড; দেখুন ভিডিয়ো