Happy Holi 2022: আবিরে রাঙা বাইশ গজ! রঙিন হলেন সচিন থেকে মিতালিরা
রংয়ের বিশেষ দিনে ((Happy Holi 2022) বাইশ গজের মহরথীরা শুভেচ্ছা জানালেন ফ্য়ানদের।
নিজস্ব প্রতিবেদন: 'হ্যাপি হোলি'! (Happy Holi 2022) এই শব্দবন্ধেই রঙিন উদযাপনে মেতেছে গোটা দেশ। রঙের খেলায় শামিল হয়েছেন বাইশ গজের মহারথীরা। সচিন তেন্ডুলকর (Virat Kohli) থেকে বিরাট কোহলি (Virat Kohli) হয়ে প্যাট কামিন্স (Pat Cummins)। মিতালি রাজ (Mithali Raj) থেকে ঝুলন গোস্বামী (Jhulan Goswami) সকলেই শুক্রবার শুভেচ্ছাবার্তায় প্রাণে আরও রং লাগারই বার্তা দিয়েছেন।
এই মুহূর্তে ভারতীয় মহিলা দল নিউজিল্যান্ডে রয়েছে। মিতালি রাজ ও ঝুলন গোস্বামীরা গালে আবির মেখে ফটোসেশন করেছেন। সেই ছবি বিসিসিআই টুইট করেছে। অন্যদিকে ঋষভ পন্থ রয়েছেন দিল্লি ক্যাপিটালস দলের সঙ্গে। অক্ষর প্যাটেল ও কেএস ভারতদের সঙ্গে রঙের খেলায় মেতেছেন তিনি। অন্যদিকে প্যাট কামিন্স অস্ট্রেলিয়া দলের সঙ্গে পাকিস্তানে সফরত। তিনি টুইট করেছেন লাহোর থেকে।
আরও পড়ুন: IPL 2022, KKR: দোলের দিনে ফ্যানদের বেগুনি-সোনালি উপহার শাহরুখের কলকাতার
আরও পড়ুন: Joe Root: রুটের ব্যাটে রেকর্ড বন্যা! ব্রিটিশ ক্যাপ্টেন যা করলেন তা আর কেউ করেননি
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)