নিজস্ব প্রতিবেদন: অস্ট্রেলিয়া সফরে পরপর দুটো ম্যাচ হেরে একদিনের সিরিজ খুইয়েছে কোহলি এন্ড কোম্পানি। আর স্বাভাবিকভাবেই বিরাট কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ওয়ান ডে সিরিজে ভরাডুবির পর ক্যাপ্টেন কোহলির ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। তবে গম্ভীর সমালোচনা করলেও হরভজন সিং কিন্তু কোহলির পাশেই দাঁড়াচ্ছেন। সমালোচকদের একহাত নিয়ে ভাজ্জি প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন- ক্যাপ্টেন কোহলি কি সব ম্যাচ জিতবে?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


গৌতম গম্ভীর কোহলির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললেও হরভজন সিং মনে করেন না নেতৃত্বের চাপ রয়েছে বিরাট কোহলির ওপর। তিনি বলেন, "আমার মনে হয়না নেতৃত্ব নিয়ে কোহলি কোনও রকম চাপে রয়েছে। নেতৃত্ব ওর কাছে বোঝা বলে মনে করি না আমি। একজন অধিনায়ক সব ম্যাচে জিতবে এমনটা নয়। আমার মনে হয় ও চ্যালেঞ্জ নিতে ভালবাসে। একজন নেতা যে সামনে থেকে নেতৃত্ব দেয়। পাশাপাশি সতীর্থদের সামনে উদাহরণ তৈরি করে যাতে দল জিততে পারে।"


 


আরও পড়ুন - অস্ট্রেলিয়া সফরের মাঝে কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে মুখ খুললেন গাভাসকর, ঘুরিয়ে অনুষ্কাকে কটাক্ষ!