CSK শিবিরে যোগ দেননি, দলের সঙ্গে দুবাই যাচ্ছেন না হরভজন
ব্যক্তিগত কারণে চিপকে শিবিরেও ছিলেন না ভাজ্জি, রবীন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুর
নিজস্ব প্রতিবেদন: চেন্নাই সুপার কিংসের পাঁচদিনের স্ট্রেন্থ ও কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেননি প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং। এবার দলের সঙ্গে দুবাই উড়ে যাচ্ছেন না ভারতীয় স্পিনার। সিএসকে ম্যানেজমেন্টকে ভাজ্জি জানিয়ে দিয়েছেন, দু'সপ্তাহ পরে তিনি দুবাইতে পৌঁছে যাবেন বলে আশা করছেন।
চেন্নাই দলের গুরুত্বপূর্ণ সদস্য হরভজন সিং। ২০১৮ সালের আইপিএল নিলামে দু কোটি টাকার বেশ প্রাইসে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি তাঁকে দলে নেয়। গত মরশুমে সিএসকে-এর হয়ে ১১ ম্যাচে ১৬টি উইকেট নিয়েছিলেন ভাজ্জি।
জানা গিয়েছে, সিএসকে টিমের সঙ্গে আমিরশাহি যাচ্ছেন না হরভজন সিং। কারণ তাঁর মা অসুস্থ, তাই সপ্তাহ দুয়েক পরে দুবাইয়ের টিমের সঙ্গে যোগ দেবেন। ব্যক্তিগত কারণে চিপকে শিবিরেও ছিলেন না ভাজ্জি, রবীন্দ্র জাদেজা এবং শার্দুল ঠাকুর।
আরও পড়ুন - মিশন আইপিএল! আমিরশাহি পৌঁছে গেল কিং খানের নাইটরা