নিজস্ব প্রতিবেদন: অন্তঃসত্ত্বা নাতাশা স্ট্যানকোভিক, আর তাই  লকডাউনের মধ্যেই তড়িঘড়ি সার্বিয়ান মডেল তথা বলিউড অভিনেত্রীর সঙ্গে গাঁটছড়া বেঁধে ফেলেন ভারতীয় ক্রিকেটের 'ব্যাড বয়' হার্দিক পাণ্ডিয়া। তবে খুশির খবর লুকিয়ে রাখেননি তিনি। বিয়ের খবরের পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেন, শীঘ্রই তাঁদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার জোয়ারে ভাসছেন হার্দিক-নাতাশা। ভারত অধিনায়ক বিরাট কোহলি থেকে টিম ইন্ডিয়ার কোচ রবি শাস্ত্রী সকলেই শুভেচ্ছা জানিয়েছেন ক্রিক-বলি দম্পতিকে। ভারত অধিনায়ক বিরাট কোহলি লেখেন, "তোমাদের দু'জনকেই শুভেচ্ছা। অনেক ভালোবাসা রইল তোমাদের তৃতীয় সদস্যের জন্য।"


 



রবি শাস্ত্রী লিখলেন, "অভিনন্দন হার্ডি এবং নাতাশাকে।"




যুজবেন্দ্র চাহল, মায়াঙ্ক আগরওয়াল, মহম্মদ শামিরাও শুভেচ্ছা জানিয়েছেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডারকে। প্রসঙ্গত ২০২০ সালের প্রথম দিনেই ভাসমান ইয়টে নাতাশার সঙ্গে বাগদান পর্ব সেরে ফেলেন হার্দিক পাণ্ডিয়া।



আরও পড়ুন - ক্রিকেট ঢুকে পড়ল কিচেনে! ফের সচিনকে চ্যালেঞ্জ যুবির, পরোটা তৈরির পাল্টা চ্যালেঞ্জ দিলেন মাস্টারও