জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup 2022) মঞ্চে কঠিন কিংবা দুর্বল প্রতিপক্ষ বলে কিছু হয় না। কাপ যুদ্ধ জিততে হলে সব ম্যাচ সমান গুরুত্বপূর্ণ। আর তাই হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ও বাকিদের বিশ্রাম দেওয়ার কোনও প্রশ্নই নেই। বুধবার সাংবাদিক সম্মেলনে এসে সোজাসাপটা ভঙ্গিতে জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার (Team India) বোলিং কোচ পারশ মামব্রে (Paras Mhambrey)। বৃহস্পতিবার সিডনি স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাঠে নামবে রোহিত শর্মার (Rohit Sharma) দল। এর আগে হার্দিকের মাঠে নামা নিয়ে বড় আপডেট দিলেন হেড কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ডেপুটি। পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে খেলার সময় তাঁর পায়ের পেশিতে ক্র্যাম্প ধরেছিল। তখন থেকে তাঁর দ্বিতীয় ম্যাচ খেলা নিয়ে তৈরি হয়েছিল সংশয়। তবে সেই সংশয় মিটিয়ে দিলেন খোদ বোলিং কোচ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ডাচদের বিরুদ্ধে কি হার্দিককে বিশ্রাম দেওয়া হবে? পারশ বলেছেন, 'হার্দিক সব ম্যাচে খেলতে চায়। সেটাই গুরুত্বপূর্ণ। আর আমরা কাকে বিশ্রাম দেব সেসব নিয়ে ভাবছি না। কোনও ক্রিকেটারকে নিয়েই এরকম কোনও ভাবনা নেই। হার্দিক আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। আমাদের দলে দারুণ ভারসাম্য যোগ করে ও। বল ও ব্যাট, দুটোই করছে। তাছাড়া মাঠে ওর মনোভাবও দলের কাছে খুব গুরুত্বপূর্ণ। আগের ম্যাচে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছে। হ্যাঁ এটা ঠিকই যে বিরাট ম্যাচটা শেষ করেছিল। তবে এটা অনস্বীকার্য যে, ম্যাচটাকে যত টেনে নেওয়া যাবে প্রতিপক্ষ চাপে থাকবে। আর তার জন্য প্রয়োজন অভিজ্ঞতা। তাই বিরাটের সাফল্যের নেপথ্যে হার্দিকেরও কৃতিত্ব প্রাপ্য়। আমাদের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। বিশ্রাম দেওয়া নিয়ে আমাদের মধ্যে কোনও আলোচনাই হয়নি।'


 পড়ুন, বাঙালির প্রাণের উৎসবে আমার 'e' উৎসব। Zee ২৪ ঘণ্টা ডিজিটাল শারদসংখ্যা



আরও পড়ুন: Ireland vs England | DLS | T20 World Cup 2022: ইংল্যান্ডকে গুঁড়িয়ে ইতিহাস লিখলেন সবুজ সেনারা!


আরও পড়ুন: Team India | T20 World Cup 2022: খাবারই জুটল না রোহিতদের! আইসিসি-র চূড়ান্ত অব্যবস্থা, ক্ষোভে ফুঁসছে বিসিসিআই


হার্দিক থাকায় কি একজন অতিরিক্ত ব্যাটার খেলানোর সুযোগ বাড়ছে? ভারতের বোলিং কোচ বলছেন, 'সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে কোন পরিস্থিতিতে আমরা খেলছি তার ওপর। এটা সত্যিই ভাল যে, চার ওভার বোলিং করার বিকল্প দিচ্ছে হার্দিক। আর সেটাই আমরা চাই। ও দলে দারুণ ভারসাম্য নিয়ে আসে। আমাদের জন্য সেটা ভীষণ কার্যকরী।হার্দিক উইকেট তুলছে আর সেটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তবু বলব, একজন অতিরিক্ত ব্যাটার খেলানো হবে কি না বা অন্য কম্বিনেশন খেলিয়ে দেখা হবে কি না, সেটা সম্পূর্ণভাবে নির্ভর করছে পরিস্থিতির ওপর।'


পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেটে জয় এখন অতীত। সেই ম্যাচ নিয়ে বাড়তি ভাবনাচিন্তা না করে বাকি ম্যাচগুলো নিয়ে ভাবছে টিম ম্যানেজমেন্ট। সেটাই ফের মনে করিয়ে দিলেন মহম্মদ শামি-অর্শদীপ সিংদের বোলিং কোচ। পারশ যোগ করেছেন, 'দলের ভেতর আমরা যে আলোচনাটা করি, সেটাকেই মাঠে কাজে লাগাতে চাই। কোনও বোলার পরিকল্পনা মতো এক ওভারও যদি বল করে, কিন্তু কোনও উইকেট না পায়, তারপরও আমরা সেটার প্রশংসা করি। দলের প্রত্যেকে নিজেদের ভূমিকাটা জানে। তাঁদের কী করতে হবে, সেটা জানে। সেই মতো সকলে পারফর্ম করে।' 


বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এ বার সিডনিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামতে চলেছে ভারত। ভারত-পাক ম্যাচের পর টিম ইন্ডিয়ার হার্দিক পান্ডিয়ার খিঁচুনি হয়েছিল। মনে করা হচ্ছিল ডাচদের বিরুদ্ধে হার্দিককে বিশ্রাম দেওয়া হবে। ভারতের বোলিং কোচ পারশ জানিয়ে দেন, কাউকে বিশ্রাম দেওয়া হচ্ছে না। তিনি পরিস্কার জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। তাই পূর্ণশক্তির দল নিয়ে নামতে চায় ভারতীয় দল। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)