নিজস্ব প্রতিবেদন : হার্দিক পাণ্ডিয়া-কেএল রাহুলকে নিয়ে বোর্ডের অন্দরে নাটক চললেও বোর্ডের সিইও রাহুল জোহরির সঙ্গে কথা বললেন দুই ক্রিকেটার। অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন পাণ্ডিয়া ও রাহুল। কফি উইথ করণ শো-তে মহিলাদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে ভারতীয় ক্রিকেট বোর্ড পাণ্ডিয়া ও রাহুলকে আপাতত নির্বাসনে পাঠিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - এশিয়ান কাপ থেকে বিদায়, জাতীয় দল থেকে অবসর নিলেন আনাস এডাথোডিকা


শো-কজের জবাব দেওয়ার পাশাপাশি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দুই ক্রিকেটার। মঙ্গলবার বোর্ডের সিইও রাহুল জোহরির কাছে নিজেদের বক্তব্য পেশ করেন পাণ্ডিয়া ও রাহুল। সামনাসামনি বসে কোনও কথা হয়নি, জানা গিয়েছে ফোনেই কথা হয়েছে তাঁদের। বোর্ডের এক কর্তা জানান, "তদন্তের ব্যাপারে প্রাথমিক কথাবার্তা হয়েছে। এটা রুটিন মাফিক কাজ। এবার সিওএ-র কাছে রিপোর্ট জমা দেবেন বোর্ড সিইও রাহুল জোহরি।"


আরও পড়ুন - সফলভাবে রান তাড়া করার ক্ষেত্রে কোহলিকে টপকে গেলেন ধোনি!


তবে দুই ক্রিকেটারের ভবিষ্যত্ জানা যেতে পারে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানির পর। ১৭ জানুয়ারি শুনানির পরই স্পষ্ট হতে পারে কবে মাঠে নামতে পারবেন কেএল রাহুল এবং হার্দিক পাণ্ডিয়া। সিওএ প্রধান বিনোদ রাই বোর্ডের সিইওকে বিসিসিআই-এর সংবিধানের ৪১(সি)ধারায় তদন্তের নির্দেশ দিয়েছেন বলেও জানা গিয়েছে।