নিজস্ব প্রতিবেদন: রোহিত শর্মা নাকি মহেন্দ্র সিং ধোনি কে সেরা অধিনায়ক?নেতা বাছতে গিয়েই বেকায়দায় পড়ে গেলেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। সেই সঙ্গে তাঁর দেখা আইপিএলের সেরা একাদশ বেছে নিলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রোহিত শর্মার নেতৃত্বে চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে তিনবার আইপিএল জিতেছে চেন্নাই সুপার কিংস। তবে হার্দিক অবশ্য হিটম্যানের থেকে অভিজ্ঞতার দিকে এগিয়ে রেখেছেন ক্যাপ্টেন কুলকেই। তাই তাঁর আইপিএল দলের নেতা মাহি।


হার্দিকের সেরা আইপিএল দলের দুই ওপেনার হলেন ক্রিস গেইল এবং রোহিত শর্মা। তিন-চার-পাঁচ নম্বরে যথাক্রমে বিরাট কোহলি-এবি ডিভিলিয়ার্স-সুরেশ রায়না। ছয়ে অধিনায়ক ও উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি। সাতে হার্দিক পাণ্ডিয়া নিজে। দলের দুই স্পিনার সুনীল নারিন এবং রশিদ খান। আর দুই পেসার জশপ্রীত বুমরাহ এবং লাসিথ মালিঙ্গা।



আরও পড়ুন - পন্টিং আমাকে ছেলের মতো যত্ন করতেন, বললেন হার্দিক পাণ্ডিয়া