Harmanpreet Kaur Ban: এশিয়ান গেমসের আগে বড় ধাক্কা! আনস্পোর্টিং আচরণের জন্য দুই ম্যাচ নির্বাসিত হলেন হরমন
ম্যাচের শেষেও বিতর্ককে আরও টেনে নিয়ে গিয়েছিলেন ভারত অধিনায়ক। সিরিজ জয়ের পরে ভারত ও বাংলাদেশ দুই দলের খেলোয়াড়দের নিয়ে ছবি তোলার কথা ছিল। কিন্তু সেই সময়েও ফের বিতর্ক বাঁধান হরমনপ্রীত।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড় ধাক্কা খেল ভারতীয় মহিলা দল (Indian Womens Cricket Team)। বাইশ গজের যুদ্ধে আনস্পোর্টিং আচরণের জন্য দুই ম্যাচ নির্বাসিত হলেন হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। বাংলাদেশের (Bangladesh Womens Cricket Team) বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ চলাকালীন এবং ম্যাচের শেষে মেজাজ হারিয়েছিলেন ভারতের (Indian Womens Cricket Team) অধিনায়ক। সেই ঘটনার জেরে বড়সড় শাস্তি পেলেন তিনি। তাঁর ম্যাচ ফি আগেই কাটা গিয়েছিল। এর পাশাপাশি আইসিসি-র (ICC) কড়া নজরদারি ছিল তাঁর উপর। আগেই তাঁকে ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। আর এবার হরমনকে দু’টি ম্যাচের জন্য নির্বাসিত করা হল। আর এর ফলেই এশিয়ান গেমসের (Asian Games 2023) কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। ফলে এশিয়ান গেমসে দলকে নেতৃত্ব দেবেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)।
ভারত-বাংলাদেশ (IND W, BANG W) তৃতীয় এক দিনের ম্যাচের রিপোর্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ড (Bangladesh Cricket Board) ও আইসিসি-র কাছে জমা দিয়েছিলেন ম্যাচ রেফারি। সেই রিপোর্ট খতিয়ে দেখে হরমনপ্রীতকে বড় শাস্তি দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আগেই তাঁর ম্যাচ ফি-র ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছিল। আইসিসি-র নিয়ম অনুযায়ী, কোনও ক্রিকেটার যদি ২৪ মাসের মধ্যে ৪ ডিমেরিট পয়েন্ট পান তা হলে তাঁকে একটি টেস্ট, বা দু’টি এক দিনের ম্যাচ অথবা দু’টি টি-টোয়েন্টি ম্যাচের জন্য নির্বাসিত করা হয়। এবার সেই শাস্তির আওতায় পড়লেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক। আর সেইজন্য বড় ধাক্কা খেল ভারতীয় মহিলা দল।
ঠিক কী ঘটেছিল? ভারত বনাম বাংলাদেশের তিন ম্যাচের সিরিজ ১-১ অবস্থায় ছিল। নির্ণায়ক ম্যাচটি টাই হওয়ার ফলে সিরিজ অমীমাংসিত থাকে। কিন্তু হরমনপ্রীত অভিযোগ করেন, আম্পায়াররা বাংলাদেশের পক্ষপাতিত্ব করেছেন। বলে দেন, "পরের বার বাংলাদেশে আসার আগে আম্পায়ারিংয়ের মোকাবিলা করার জন্যে তৈরি থাকতে হবে। সেই মতো আমাদের প্রস্তুত হতে হবে।" এই মন্তব্যের জেরেই আইসিসি ভারতের অধিনায়ক হরমনপ্রীতকে দুই ম্যাচের জন্য নির্বাসিত করল।
ম্যাচের শেষেও বিতর্ককে আরও টেনে নিয়ে গিয়েছিলেন ভারত অধিনায়ক। সিরিজ জয়ের পরে ভারত ও বাংলাদেশ দুই দলের খেলোয়াড়দের নিয়ে ছবি তোলার কথা ছিল। কিন্তু সেই সময়েও ফের বিতর্ক বাঁধান হরমনপ্রীত। বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায় হরমন বলেছিলেন, "শুধু তোমরা কেন ছবি তুলবে? তোমরা তো ম্যাচটা টাই করতে পারোনি। তোমাদের হয়ে আম্পায়াররা করেছেন। তাই আম্পায়ারদেরও ডেকে নাও। একসঙ্গেই ছবি তুলব।" এহেন মন্তব্যের পর অপমানিত হয়ে ছবি না তুলেই চলে যায় গোটা বাংলাদেশ দল।
আরও পড়ুন: Virat Kohli: বিশ্বের ধনী ক্রীড়াবিদদের তালিকায় ফের নিজের নাম লেখালেন বিরাট
এদিকে বিদেশ সফরে গিয়ে ভারত অধিনায়কের এমন আচরণ দেখে ক্ষুব্ধ হয়ে গিয়েছিলেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল। তিনি বলেছিলেন, "বাংলাদেশ মহিলা দলের বিরুদ্ধে হরমনপ্রীতের আচরণ একেবারে জঘন্য। ও কখনই খেলার উর্ধ্বে নয়। ভারতীয় ক্রিকেটের জন্য বদনাম কুড়িয়েছে ও। হরমনপ্রীতের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেওয়া উচিত বিসিসিআই-এর।"
হরমনপ্রীতের সেই আচরণের কড়া সমালোচনা হয় ক্রিকেট মহলে। অনেকেই মনে করছেন অহেতুক উত্তেজনা করেছেন ভারত অধিনায়ক। তাঁর আউট নিয়ে বিশেষ বিতর্ক ছিল না বলেও মত অনেকের। পরে সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানাও বলে যান, মুহূর্তের উত্তাপে এই আচরণ করে ফেলেছেন হরমন। মুহূর্তের উত্তেজনায় ভারত অধিনায়ক ভুল করে দেশজ ক্রিকেটের বদনাম করলেন। আগামী প্রতিযোগিতায় দলের সমস্যা বাড়ালেন।
ভারতের মহিলা দলের পরবর্তী খেলা এশিয়ান গেমসে। ২৩ সেপ্টেম্বর থেকে চিনের হ্যাংঝৌতে শুরু হবে এশিয়ান গেমস। আইসিসি ক্রমতালিকা অনুযায়ী সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত। এর আগে হরমন শাস্তি পেলেন। ফলে কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনালে খেলতে পারবেন না তিনি। সেক্ষেত্রে ভারত যদি ফাইনালে ওঠে তা হলে সরাসরি তিনি ফাইনালে খেলতে পারবেন।