নিজস্ব প্রতিবেদন : ডায়মন্ড ওভালে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ১০ উইকেটে জিতে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারের ব্যাটিংয়ের দাপটে স্রেফ উড়ে গিয়েছে বাংলাদেশ। কুইন্টন ডি'কক অপরাজিত ছিলেন ১৬৮ রান করে। আর হাসিম আমলা অপরাজিত থাকেন ১১০ রান করে। এই ম্যাচে দল হিসেবে তো দক্ষিণ আফ্রিকা জিতলই। আর ব্যক্তিগত লড়াইতে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে অনেক দূরে থেকেও হারিয়ে দিলেন হাসিম আমলা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন হেলিকপ্টার শট ছেড়ে বেন্ড ইট লাইক বেকহ্যাম কায়দায় গোল ধোনির, দেখুন ভিডিও


বাংলাদেশের বিরুদ্ধে এই সেঞ্চুরিটা ধরে একদিনের ক্রিকেটে ২৬ নম্বর সেঞ্চুরিটা করে ফেললেন তিনি। আর এই ২৬ নম্বর সেঞ্চুরিটা করতে হাসিম আমলা সময় নিলেন মাত্র ১৫৪ ইনিংস। একদিনের ক্রিকেটে এই ২৬টি সেঞ্চুরি করতে বিরাট কোহলি সেখানে সময় নিয়েছিলেন ১৬৬ ইনিংস। প্রসঙ্গত, মাত্র কিছুদিন আগেই একদিনের ক্রিকেটে বিরাট কোহলির দ্রুততম সাত হাজার রান করার রেকর্ড ভেঙে দিয়েছিলেন আমলা। একদিনের ক্রিকেটে সাত হাজার রান করতে বিরাট সময় নিয়েছিলেন ১৬৯ ইনিংস। সেখানে আমলা সময় নিয়েছেন মাত্র ১৫০ ইনিংস। যদিও, একদিনের ক্রিকেটে ইতিমধ্যে ৩০টি সেঞ্চুরি করে ফেলেছেন বিরাট। সেখানে আমলার সবে ২৬টি সেঞ্চুরি হল।


আরও পড়ুন  ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপকে ছাপিয়ে গিয়েছে এবারের অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপ