নিজস্ব প্রতিনিধি : কাউকে কিছু না জানিয়েই উত্তর প্রদেশ রওনা হয়েছিলেন তিনি। আমরোহা জেলায় মহম্মদ শামির বাড়ি পৌঁছেই রীতিমতো রণমূর্তি ধারণ করেন হাসিন জাহাঁ, এমনটাই অভিযোগ শামির পরিবারের। আরও অভিযোগ, সেখানে উপস্থিত পুলিশ অফিসারের কাছে উদ্ধত ভঙ্গিতে শামির বাড়ির তালা ভাঙার দাবি করেন জাহাঁ। কিন্তু দিদাউলি থানার ইন্সপেক্টর রাম সিং কাথেরিয়া তাতে সম্মতি দেননি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - রোনাল্ডোর চোট! চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে কি অনিশ্চিত সিআর সেভেন?
 
হাসিন যে সময় শামির বাড়িতে হাজির হন তখন সেখানে কেউ ছিলেন না। বাড়িতে তালা দেওয়া থাকায় হাসিনকে নিজেদের বাড়িতে থাকার অনুরোধ করেন শামির কাকা। কিন্তু হাসিন রাজি হননি। দিদাউলি থানার পক্ষ থেকে জানানো হয়েছে, ফাঁকা বাড়ির তালা ভেঙে কাউকে ঢুকতে দেওয়ার প্রশ্নই নেই। 


আরও পড়ুন - ড্র 'এল ক্লাসিকো', লা লিগায় অপরাজিত বার্সেলোনা


ভারতীয় পেসারের বাড়িতে হানা দেওয়ার আগে হাসিন পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছিলেন।  হঠাত্ কেন শামির বাড়ির তালা ভেঙে ঢুকতে চাইলেন? তবে সে কারণ স্পষ্ট করেননি হাসিন। সংবাদমাধ্যমকে শুধু জানিয়েছেন, এই ব্যাপারে পরে কথা বলবেন হাসিন। শামির বিরুদ্ধে নির্যাতন, ম্যাচ গড়াপেটার মতো একাধিক গুরুতর অভিযোগ দায়ের করেছেন তিনি।