নিজস্ব প্রতিবেদন:  করোনা পরবর্তী সময়ে ক্রিকেটে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার দিকেই সবচেয়ে বেশি নজর দিতে চলেছে আইসিসি। ইতিমধ্যেই নিয়ম চালু করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল বলের পালিশ ধরে রাখতে লাল বা থুতুর ব্যবহার করা যাবে না। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন বোলাররা। সেই বোলারদের হয়েই সওয়াল করলেন আন্তর্জাতিক ক্রিকেটে একশো সেঞ্চুরির মালিক সচিন তেন্ডুলকর। টেস্টে ৫০ ওভার পরে নতুন বলের প্রস্তাব দিলেন মাস্টার ব্লাস্টার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিংবদন্তি সচিন তেন্ডুলকর অবশ্য দুটো প্রস্তাব দিয়েছেন। প্রথমতঃ লালা বা থুতু ব্যবহার যেমন করা যাবে না  পরিবর্তে মোম দিয়ে বল ঘসে চকচকে করা হবে। আর দ্বিতীয়তঃ টেস্টে সাধারণভাবে ফিল্ডিং সাইড ৮০ ওভার অন্তর নতুন বল নিতে পারে। সচিন বলছেন ৮০ থেকে কমিয়ে ৫০ ওভার অন্তর নতুন বল নেওয়ার অনুমতি দেওয়া হোক।


ক্রিকেটকে সুরক্ষিত করতে অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি-র ক্রিকেট কমিটির সুপারিশে মঙ্গলবারই সিলমোহর দিয়েছে আইসিসি চিফ এক্সিকিউটিভ কমিটি। যেখানে উল্লেখযোগ্য বলের পালিশ ধরে রাখতে লালার ব্যবহারে নিষেধাজ্ঞা।


নতুন নিয়মে কী বলা হয়েছে জেনে নিন:
বলের পালিশ ধরে রাখতে লালা বা থুতুর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে অসুবিধে হবে তাই বলে কেউ থুতু বা লালা ব্যবহার করলে আম্পায়াররা ব্যবস্থা নেবেন। কিন্তু একই ভুলের পুনরাবৃত্তি হলে সতর্ক করা হবে সংশ্লিষ্ট দলকে। ইনিংস প্রতি দুবার সতর্ক করার পরেও একই জিনিস করলে ব্যাটিং দল পাঁচ রান পেনাল্টি পাবে।



আরও পড়ুন - ফের হাঁটুতে অস্ত্রোপচার; বাকি মরশুম টেনিস সার্কিট থেকে নিজেকে সরিয়ে নিলেন ফেডেরার