ওয়েব ডেস্ক : বিয়ের পর মেয়েদের পদবী বদল সনাতন ভারতীয় রীতি। বাপের বাড়ির পদবী ছেড়ে মেয়েরা গ্রহণ করে স্বামীর পদবী। এটাই হয়ে আসছে। কিন্তু যুবরাজ সিংকে বিয়ের পর নিজের নামই বদলে ফেললেন হ্যাজেল কিচ। এখন থেকে তিনি আর হ্যাজেল কিচ নন! বদলে তাঁর নতুন নাম হল গুরুবসন্ত কউর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কিন্তু হঠাত্ করে এই নাম বদলের পিছনে আসল গল্পটা কী? আসলে যুবরাজের মায়ের ইচ্ছে ছিল হ্যাজেলকে একটি শিখ নাম দেওয়ার। আর তাই হ্যাজেলের নাম বদলে রাখা হয় গুরুবসন্ত কউর। শিখ রীতি অনুযায়ী বিয়ে হয় যুবরাজ ও  মডেল-অভিনেত্রী হ্যাজেলের। নতুন নাম নিলেও পুরনো নামটা অবশ্য ছাড়ছেন না হ্যাজেল।


আরও পড়ুন, বিয়ে হল যুবরাজের, রিসেপশনে যাবেন ধোনি?