নিজস্ব প্রতিবেদন: আর কয়েক ঘণ্টা পর শুরু ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। লর্ডসে ২৫১ রানে জিতে আত্মবিশ্বাসী বিরাট কোহলি অ্যান্ড কোং। হেডিংলিতেও চোখ থাকবে ভারতীয় পেস ব্রিগেডের। মূলত চোখ থাকবে মহম্মদ সিরাজের দিকে। ২৭ বছরের হায়দরাবাদি পেসার ভারতীয় পেস আক্রমণের তুরুপের তাস। কোহলিদের লর্ডস টেস্ট জয়ের নেপথ্যের অন্যতম নায়ক তিনি। ১২৬ রানে আট উইকেট নেওয়া সিরাজ ইংরেজ ব্যাটসম্যানদের ঘুম ছুটিয়ে দিয়েছেন।  হেডিংলিতে নামার আগে সিরাজের ভূয়সী প্রশংসা করলেন তাঁর আইপিএল ও জাতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলি (Virat Kohli)



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিসিসিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে কোহলি বলেন,"আমি সিরাজের উন্নতি দেখে অবাক হইনি। ওকে খুব কাছ থেকে দেখেছি। ওর বরাবর স্কিল ছিল। সেই স্কিলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আত্মবিশ্বাস দরকার। অস্ট্রেলিয়া সিরিজেই ও সেটা পেয়ে গিয়েছিল। এখন ও ম্যাচের যে কোনও পর্যায়ে যাকে খুশি আউট করতে পারে। নিজের প্রতি বিশ্বাসটা নিয়ে গিয়েছে অন্য পর্যায়ে। তার ফল সবাই দেখছে। সিরাজ ব্যাটসম্যানদের চোখে চোখে রেখে বল করতে পারে। ভয় শব্দটা ওর নেই। ও উইকেট নিতেই মাঠে নামে। মিলিয়ে নেবেন, সিরাজ এমনই থাকবে।"


গতবছর ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাঠে ভারতের জার্সিতে টেস্ট অভিষেক করে ইতিহাস লেখেন সিরাজ। এক অনন্য রেকর্ড করেন তিনি। প্রথম ভারতীয় বোলার হিসেবে অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার মাঠে ৫ উইকেট নেন তিনি। তারপর থেকে আর পিছন ফিরে তাকাননি সিরাজ।


 
  
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)