নিজস্ব প্রতিবেদন:  অধিনায়ক সৌরভ গাঙ্গুলি যেভাবে ভারতীয় ক্রিকেটকে একসময় দিশা দেখিয়েছিলেন, ঠিক সেইরকম ভাবেই টিম ইন্ডিয়াকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিতে পারেন বিরাট কোহলি। অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে ক্যাপ্টেন কোহলির মিল কোথায়? তার হদিশ পেলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার ইরফান পাঠান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


সৌরভ গাঙ্গুলির মতোই অধিনায়ক বিরাট কোহলি জাতীয় দলে তরুণ প্রতিভা আমদানি করার কাজটা করে চলেছেন বলে মনে করেন ইরফান পাঠান। তাঁর মতে,"দাদা ঠিক যেভাবে তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়াতেন, সেই একই গুণ বিরাট এর মধ্যেও রয়েছে। তাই তো ঋষভ পন্থের প্রতিভা রয়েছে বুঝে তাঁর প্রতি টিম ইন্ডিয়ার অধিনায়ক আস্থা দেখিয়ে চলেছেন।"


 


ইরফান পাঠানের মতে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি আন্তর্জাতিক স্তরে নিজেকে আমূল পরিবর্তন করে ফেলেন। ঋষভ পন্থকেও সেই পথ অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন তিনি।



আরও পড়ুন - বিশ্বকাপ স্থগিত; টিকিট নিয়ে বড়সড় ঘোষণা আইসিসি-র