ওয়েব ডেস্ক: সাল ১৯৮৫। ভারতীয় দল নিয়ে অস্ট্রেলিয়ায় ক্রিকেট সফর করছেন ক্যাপ্টেন কপিল দেব। অ্যাডিলেডে গড়লেন ইতিহাস। ১০৬ রানে ৮ উইকেট, কোনও অধিনায়ক এমনটা করেছিলেন, সেই প্রথম। ক্যাপ্টেন কপিলের ৩১ বছরের সেই রেকর্ড ছুঁলেন ৩৮ বছর বয়সী শ্রীলঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ। ৬৩ রানে ৮ উইকেট নিয়ে ইতিহাসে ঢুকে পড়লেন এই বাহতি স্পিনার। শুধু তাই নয়, অধিনায়ক হিসেবে কোনও এক ম্যাচে পৃথিবী সেরা পারফর্ম্যান্সেও নিজের নাম নথিভুক্ত করিয়ে ফেললেন তিনি। কোর্টনি ওয়ালস এবং ওয়াকার ইউনিসের পরই তৃতীয় স্থানে চলে এলেন রঙ্গনা হেরাথ।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 


ক্যাপ্টেন হেরাথ এখন বিশ্ব ক্রিকেটার দুই নম্বর বোলার যিনি সবথেকে কম ম্যাচ খেলে ৩৫০ উইকেট নিয়েছেন (টেস্ট ক্রিকেট)। তাঁর আগে আছেন একমাত্র মুথাইয়া মুরলিধরন। ৬৬ ম্যাচে ৩৫০ উইকেট নেওয়ার নজির গড়েছেন মুরলি। হেরাথের সেই মাইলস্টোন ছুঁতে লাগল ৭৫ ম্যাচ। এই লিস্টে আছেন অনিল কুম্বলে (৭৭ ম্যাচ), শেন ওয়ার্ন (৮০ ম্যাচ), হরভজন সিং (৮৩ ম্যাচ)।