নিজস্ব প্রতিবেদন: রোহিত শর্মা, এমএস ধোনি, সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। গত ছয় মাসে গুগল সার্চ ইঞ্জিনে সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে। বিশ্বের সর্বাধিক 'সার্চড' ক্রিকেটারের তকমা পেয়েছেন কিং কোহলি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


এসইএমরাশ-স্টাডির পরিসংখ্যানের বিচারে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের হিসেব তারা প্রকাশ করেছে। জানা গিয়েছে, এই সময় প্রতি মাসে ১৬.২ লক্ষ বার খোঁজা হয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলিকে। সেই হিসেব করলে ৯৬ লক্ষ বারের বেশি খোঁজা হয়েছে কিং কোহলিকে।



তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক রোহিত শর্মা। জানুয়ারি থেকে জুন পর্যন্ত প্রতি মাসে গড়ে গুগলে ৯.৭ লক্ষবার খোঁজা হয়েছে হিটম্যানকে। তৃতীয় স্থানে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। প্রতি মাসে গড়ে ৯.৪ লক্ষ বার খোঁজা হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে।


 


আরও পড়ুন -সৌরভ গাঙ্গুলিকেই শক্তিশালী প্রতিপক্ষ বললেন প্রাক্তন পাক পেসার