Suresh Raina: চোখধাঁধানো এই ১০ রেকর্ডই বলে দেয় কেন রায়না `মিস্টার আইপিএল`!
চলতি বছর আইপিএলের মেগা নিলামে অবিক্রিতই থেকে গিয়েছিলেন রায়না। ১০ ফ্র্যাঞ্চাইজির একজনও রায়নাকে নিতে ইচ্ছাপ্রকাশ করেননি। রায়না ব্যক্তিগত কারণে ২০২০ মরশুমের আইপিএল খেলতে পারেননি।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ২০২০ সালের ১৫ অগস্ট কিংবদন্তি এমএস ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তার এক ঘণ্টার মধ্যেই সুরেশ রায়নাও (Suresh Raina) জানিয়ে দেন যে, তিনি আর দেশের জার্সিতে খেলবেন না। মঙ্গলবার অর্থাৎ আজ রায়না জানিয়ে দিয়েছেন যে, তিনি আর কোনও রকমেরই ক্রিকেট খেলবেন না। পূর্ণাঙ্গ অবসর ঘোষণা করে দিলেন। আইপিএলের ১৫ বছরের ইতিহাসে অন্যতম সফল ক্রিকেটার রায়না। চেন্নাই সুপার কিংসের (CSK) জার্সিতে বছরের পর ফুল ফোটানো রায়নাকে ফ্যানরা দিয়েছেন 'মিস্টার আইপিএল' তকমা। কেন তিনি এই তকমা পেয়েছেন, তা বলে দেবে তাঁর চোখধাঁধানো এই ১০ রেকর্ডই।
দেখে নিন আইপিএলে রায়নার চোখধাঁধানো সব রেকর্ড:
১) রায়না আইপিএলে টানা ১৩২টি ম্যাচ খেলেছেন। ক্রোড়পতি লিগে টানা এতগুলি ম্যাচ খেলার নজির নেই আর কারোরই।
২) ৩৯টি অর্ধ-শতরান! আইপিএলে খেলা ব্যাটারাদের মধ্যে যা পঞ্চম সর্বাধিক। রায়নার ঝুলিতে রয়েছে একটি শতরানও।
৩) ২০১৪ সালে পঞ্জাবের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে ৮৭ রান করেছিলেন। আইপিএলের পাওয়ারপ্লে-তে এত রান করেননি কেউই।
৪) ৩৫ বছরের ক্রিকেটার সিএসকে-র সর্বাধিক রানশিকারি। ৩৩.৯৮-এর গড়ে করেছেন ৫৩৬৯ রান।
৫) রায়ানার ঝুলিতে আছে ২০৩টি ছক্কা। সিএসেক-র জার্সিতে দ্বিতীয় সর্বোচ্চ। ধোনির পরেই তিনি।
৬) ১০৯টি ক্যাচ নিয়েছেন রায়না। উইকেটকিপার না-হয়েও এত বেশি ক্যাচ আইপিএলে আর কেউ নেননি।
৭) তিনে ব্যাট করতে নেমে সবচেয়ে বেশি রান করেছেন রায়নাই।
৮) আইপিএলে রায়না ২০৫টি ম্যাচ খেলেছেন। ৫৫২৮ রান করেছেন। তিনি আইপিএলের পঞ্চম সর্বাধিক রানসংগ্রাহক।
৯) চেন্নাইয়ের হয়ে চারটি আইপিএল খেতাব জিতেছেন।
১০) রায়নাই সবার আগে আইপিএলে প্রথম ৫ হাজার রান করেছিলেন।
আরও পড়ুন: Suresh Raina Retirement : দূরত্ব ভুলে 'চিন্না থালা'-কে আবেগী বিদায় জানাল এমএস ধোনির সিএসকে
চলতি বছর আইপিএলের মেগা নিলামে অবিক্রিতই থেকে গিয়েছিলেন রায়না। ১০ ফ্র্যাঞ্চাইজির একজনও রায়নাকে নিতে ইচ্ছাপ্রকাশ করেননি। রায়না ব্যক্তিগত কারণে ২০২০ মরশুমের আইপিএল খেলতে পারেননি। ২০২১ সালে অর্থাৎ গতবছর চ্যাম্পিয়ন টিমের সদস্য় ছিলেন তিনি। কিন্তু ১৬০ রান করেছিলেন মাত্র ১৭.৭৭-এর গড়ে। কিন্তু চেন্নাইয়ের হয়ে রায়নার আইপিএল কেরিয়ার বর্ণাঢ্য। ২০০৮-২০১৫, মাঝে দুই বছর বাদ দিয়ে আবার ২০১৮-২০২১। রায়নার অবসরের সঙ্গেই আইপিএলেও এক অধ্যায়ের সমাপ্তি ঘটল।