নিজস্ব প্রতিবেদন: ছোটদের বিশ্বকাপ জিতিয়েই পারিশ্রমিক হাতে নিলেন রাহুল দ্রাবিড়। ৬ মাসের চুক্তি অনুযায়ী অনূর্ধ্ব ১৯ দলের বিশ্বকাপ জয়ী কোচকে তাঁর বকেয়া টাকা মিটিয়ে দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ৩১ ডিসেম্বর পর্যন্ত বিসিসিআই এবং রাহুলের চুক্তি অনুযায়ী ২ কোটি ৪৩ লক্ষ টাকা পারিশ্রমিক নিলেন এই কিংবদন্তি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- 'মেডিক্যাল রিপোর্ট আমার পক্ষে', বয়স ভাঁড়ানোর অভিযোগ উড়িয়ে পাল্টা তোপ কালরার


ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড তাঁদের ওয়েবসাইটে জানিয়েছে, ভারতীয় অনূর্ধ্ব দলের প্রধান কোচ-সহ সহকারিদেরও পারিশ্রমিক মিটিয়ে দিয়েছে তাঁরা। যেখানে পৃথ্বী, শুভমান, নাগোরকোটি, ইশান্তদের হেডস্যার ৬ মাসের চুক্তি অনুযায়ী পেলেনে প্রায় আড়াই কোটি টাকা, সেখানে দলেরই বোলিং কোচ পেলেন মাত্র ২৭ লাখ টাকা। মাভি, নাগরকোটি, ইশান্তদের বোলিং কোচ পরশকে ৪ মাসের চুক্তি অনুযায়ী (অগস্ট থেকে নভেম্বর) ২৭ লাখ টাকা দিয়েছে বোর্ড। বিসিসিআইয়ের তরফে এও জানানো হয়েছে, বর্ষীয়ান ক্রিকেটার আশিস নেহরাকে এককালীন ৬০ লাখ টাকা দেওয়া হয়েছে। এছারাও বিসিসিআই জম্মু ও কাশ্মীরের কোচ মিঠুন মিনহাসকেও তাঁর বকেয়া মিটিয়ে দিয়েছে বলে খবর ডিএনএ সূত্রে। টানা দুই মরশুমে কোচিং করিয়ে ৭৫.৬ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন এই দিল্লিনিবাসী ক্রিকেটার। 


আরও পড়ুন- মালিঙ্গাকে ফেরাল মুম্বই


উল্লেখ্য, বিসিসিআইয়ের ধারাভাষ্যকার প্রাক্তন দুই ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর এবং মুরলি কার্তিককেও তাঁদের পারশ্রমিক দিয়ে দিয়েছে বিসিসিআই। বিগত শ্রীলঙ্কা সিরিজে বোর্ডের সরকারি ধারাভাষ্যকার হিসেবে তাঁরা যথাক্রমে ৩৬.২৮ লাখ এবং ৩০. ৬১ লাখ টাকা পেয়েছেন।