নিজস্ব প্রতিবেদন : আই লিগের মুকুটে নতুন পালক। এসপিআইএ পুরস্কারে আই লিগ রুপোর পদক জিতল বর্ষসেরা ডেভেলপিং লিগের ক্যাটেগরিতে। ব্যাঙ্ককে এক অনুষ্ঠানে এএফসি মনোনীত এই পুরস্কার নিতে হাজির ছিলেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস এবং আই লিগ সিইও সুনন্দ ধর। এই পুরস্কার পাওয়ার পর ধন্যবাদ জানিয়েছেন ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলও।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



পুরস্কার পাওয়ার দিনেই নতুন সম্ভাবনা জাগল ভারতীয় ফুটবলে। লা লিগার ১৮টি ক্লাবের কর্তারা মঙ্গলবার দিল্লিতে লা লিগার মার্কেটিংয়ের ব্যাপারে খোঁজ খবর করতে আসেন। ভারতে এসে এই কর্তারা নিজেদের মধ্যে একপ্রস্ত আলোচনাও সেরে নেন। ভবিষ্যতে কখনও এআইএফএফ-এর সঙ্গে একযোগে কাজ শুরু করতে আগ্রহী লা লিগার ক্লাবগুলি। এই ক্লাবগুলি তৃণমূল স্তর থেকে ভারতীয় ফুটবলের উন্নতি ঘটাতেও আগ্রহী। ফেডারেশনের এক কর্তা বলেন,"এআইএফএফ-এর সঙ্গে গাঁটছড়া বাঁধতে পারে লা লিগা। যাতে একেবারে প্রাথমিক স্তর থেকে উপরের দিকে পর্যন্ত ফুটবলের উন্নতিতে কাজ করতে পারে।" অ্যাটলেটিকো ডি মাদ্রিদ, ভ্যালেন্সিয়া, ভিয়া রিয়াল, সেভিয়ার মতো লা লিগার ক্লাবের প্রতিনিধিরা এদিন ভারতে এসে ক্রিকেট, কাবাডি কতটা জনপ্রিয়, তারও খোঁজ নেন।
 
আরও পড়ুন - সব বাধা পেরিয়ে ভূস্বর্গ জয় মোহনবাগানের