নিজস্ব প্রতিনিধি : বিশ্বকাপের একদিন আগে কোচহীন হয়ে পড়েছিলেন সার্জিও রামোস, পিকেরা। বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই আরও একবার কোচ হারাল স্পেন। জুলেন লোপেতেগুইয়ের বদলে অন্তর্বতীকালীন কোচের দায়িত্ব নিয়েছিলেন ফার্নান্দো হিয়েরো। শেষমেশ তিনিও দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  সোনার ব্যাগ পিঠে নিয়ে রাশিয়া ছাড়লেন নেমার


রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের স্পোর্টিং ডিরেক্টর পদে ছিলেন হিয়েরো। বিশ্বকাপ শুরুর আগেরদিন লোপেতেগুইকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় স্পেন ফুটবল সংস্থা। তাঁর জায়গায় দায়িত্ব নিয়েছিলেন হিয়েরো। বিশ্বকাপের শেষ ষোলো পর্বে রাশিয়ার কাছে পেনাল্টি শুট আউটে হেরে ছিটকে যায় স্পেন। তার পর থেকেই হিয়েরোর পদত্যাগের সম্ভাবনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত আশঙ্কাই সত্যি হল।


আরও পড়ুন-  পরিবর্তন আসবে, আশায় বিশ্বকাপে আসা প্রথম মহিলা সাংবাদিক


স্পেন ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ''স্পোর্টিং ডিরেক্টর পদে তিনি আবার বহাল থাকবেন। কিছুদিনের জন্য হলেও জাতীয় দলের দায়িত্ব পালন করায় হিয়েরোকে অনেক ধন্যবাদ।'' এবার জল্পনা শুরু হয়েছে স্পেনের পরবর্তী কোচ নিয়ে। তবে আপাতত খবর যা তাতে বেলজিয়ামকে বিশ্বকাপ সেমিফাইনালে তোলা কোচ রবার্তো মার্টিনেজ ও বার্সেলোনার কোচ লুই এনরিক দৌড়ে এগিয়ে রয়েছেন।