ওয়েব ডেস্ক: ইউরোপের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এলব্রুসে ভারতের বিজয় কেতন উড়িয়ে গিনেস বুকে নাম লেখালেন ২০ বছরের আকৃতি হির।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

হিমাচল প্রদেশের ছোট্ট এক গ্রাম, সুলিয়ালিতে জন্ম আকৃতি হিরের। পাহাড়ি অঞ্চলে জন্ম হওয়ার সুবাদে ছোট্ট বেলা থেকেই পাহাড় চড়তে পারদর্শী হিমাচলের এই পাহাড়ি কন্যা। ১৮ বছর বয়সে ১৬ হাজার ফিট পর্বতশৃঙ্গে পা রেখেছিল আকৃতি। কেদার ডোম পর্বত শিখরে পা রেখেই ঠিক করেছিলেন, 'এখান থেকে আর নামবেন না, আরও উঠবেন'। ২ বছরের চেষ্টা, ১৮ হাজার ৫১০ ফুট উচ্চতা, ইউরোপের মাউন্ট এলব্রুসে পৌঁছলেন 'হিমালয়ান হির'। আকৃতিই ভারতের প্রথম কন্যা, যিনি এই নজির স্থাপন করেছেন।


"পর্বতারোহণ আমার স্বপ্ন। আমি পৃথিবীর সাত সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছাতে চাই, আর তার জন্য সব ধরনের প্রতিবন্ধকতা আমি পার করব", মন্তব্য আকৃতি হিরের।