সৌরভ পাল 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


ষোড়শ শতক থেকে এখনও পর্যন্ত, ক্রিকেটের ৪০০ বছরের ইতিহাসে এমন স্কোরবোর্ড কেউ কখনও দেখেনি, কল্পনাতেও ভাবেনি। যা হল, তা ইতিহাস। একটি ক্রিকেট টিমের এগারো জনের মধ্যে দশ জন ক্রিকেটারের নামের পাশে স্কোর অনলি জিরো (০)। ৯ জন ডাক, একজন রানের খাতাই খোলেননি। আর একজন ব্যাটসম্যান একাই করলেন ১৬০। ২০ ওভারে দলের স্কোর ১৬৯। ৯ রান ছিল অতিরিক্ত।


 



৮ উইকেট হারিয়ে ২০ ওভারে দলের রান ১৬৯, একজন ব্যাটসম্যান একাই ১৬০ (শানিয়া লি সোয়ার্ট)। বাকি সব শূন্যতেই শুরু শূন্যতেই শেষ। একনজরে দেখে নিন উইকেটের পতন- ১-১৪, ২-১৯, ৩-১৯, ৪-৬৯, ৫-৮৫, ৬-১০৮, ৭-১০৮, ৮-১০৮। দক্ষিণ আফ্রিকার একটি অনূর্দ্ধ ১৯ টি-টোয়েন্টি টুর্নামেন্টের একটি ম্যাচের ঐতিহাসিক স্কোরবোর্ড এটাই। দেখ নিন আরও একবার-