করোনার কারণে বাংলাদেশ সফরে যাচ্ছেন না ১০ ক্যারিবিয়ান তারকা
উইন্ডিজ ক্রিকেট বোর্ডের কোভিড নীতি (CWI COVID-19 policy) অনুযায়ী, যে কোনও ক্রিকেটার বিদেশ সফর থেকে নাম তুলে নিতে পারেন। কারণ বিষয়টা পুরোপুরি স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে জড়িত। এমনকী ভবিষ্যতে দল নির্বাচনেও তার কোনও প্রভাব পড়বে না।
নিজস্ব প্রতিবেদন: করোনা পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম বিদেশ সফর করে নজির গড়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। জুন-জুলাই মাসে ইংল্যান্ড সফরে গিয়েছিল ক্যারিবিয়ানরা। সেই ক্যারিবিয়ানরাই সম্প্রতি কিউই সফরে গিয়ে করোনাবিধি ভাঙায় হইচই হয়েছিল। এদিকে করোনাভাইরাসের আতঙ্কে আগামী মাসে বাংলাদেশ সফরে যাচ্ছেন না কায়রন পোলার্ড-জেসন হোল্ডার সহ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ১০ জন শীর্ষ তারকা।
বাংলাদেশ সফর থেকে নাম তুলে নিয়েছেন- টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার (Jason Holder), টেস্ট দলের সহ অধিনায়ক রোস্টন চেজ (Roston Chase), ওয়ান ডে ক্যাপটেন কায়রন পোলার্ড (Kieron Pollard),ড্যারেন ব্র্যাভো (Darren Bravo), শেলডন কটরেল (Sheldon Cottrell), শাই হোপ (Shai Hope), শিমরন হেটমায়ার (Shimron Hetmyer), নিকোলাস পুরান (Nicholas Pooran), এভিন লুইস (Evin Lewis) এবং সামারাহ ব্রুকস (Shamarh Brooks)। সেই সঙ্গে ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ সফর থেকে নাম তুলে নিয়েছেন ফ্যাবিয়ান অ্যালেন (Fabian Allen) এবং শেন ডরিচ (Shane Dowrich)।
উইন্ডিজ ক্রিকেট বোর্ডের কোভিড নীতি (CWI COVID-19 policy) অনুযায়ী, যে কোনও ক্রিকেটার বিদেশ সফর থেকে নাম তুলে নিতে পারেন। কারণ বিষয়টা পুরোপুরি স্বাস্থ্য সুরক্ষার সঙ্গে জড়িত। এমনকী ভবিষ্যতে দল নির্বাচনেও তার কোনও প্রভাব পড়বে না।
আরও পড়ুন- কোভিড আবহে Neymar-এর New Year's party-তে ৫০০ জন আমন্ত্রিত!
জেসন হোল্ডারের পরিবর্তে টেস্ট দলকে নেতৃত্ব দেবেন ক্রেইগ ব্রেথওয়েট (Kraigg Brathwaite)। সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন জার্মেইন ব্ল্যাকউড (Jermaine Blackwood)। অন্যদিকে কায়রন পোলার্ডের পরিবর্তে ওয়ান ডে দলের নেতৃত্ব দেবেন জেসন মহম্মদ (Jason Mohammed)। সহ অধিনায়ক সুনীল আম্বরিস (Sunil Ambris)। টেস্ট দলে ডাক পেয়েছেন কাভেম হজ (Kavem Hodge), শায়ান মোসেলে (Shayne Moseley) এবং কাইল মায়ার্স (Kyle Mayers)। অন্যদিকে একদিনের ক্রিকেটে ডাক পেয়েছেন আকিল হোসেন (Akeal Hosein) এবং জর্ন ওটলে (Kjorn Ottley)।
একনজরে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফরের সূচি-
১০ জানুয়ারি ঢাকা পৌঁছবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল
১৮ জানুয়ারি একদিনের প্রস্তুতি ম্যাচ
২০ জানুয়ারি- প্রথম একদিনের ম্যাচ, মিরপুর
২২ জানুয়ারি- দ্বিতীয় একদিনের ম্যাচ, মিরপুর
২৫ জানুয়ারি- তৃতীয় একদিনের ম্য়াচ, চট্টগ্রাম
২৮-৩১ জানুয়ারি- চার দিনের প্রস্তুতি ম্যাচ, চট্টগ্রাম
৩-৭ ফেব্রুয়ারি- প্রথম টেস্ট চট্টগ্রাম
১১-১৫ ফেব্রুয়ারি- দ্বিতীয় টেস্ট, মিরপুর
ওয়েস্ট ইন্ডিজ টেস্ট দল: Kraigg Brathwaite (captain), Jermaine Blackwood (vice-captain), Nkrumah Bonner, John Campbell, Rahkeem Cornwall, Joshua Da Silva, Shannon Gabriel, Kavem Hodge, Alzarri Joseph, Kyle Mayers, Shayne Moseley, Veerasammy Permaul, Kemar Roach, Raymon Reifer, Jomel Warrican
ওয়েস্ট ইন্ডিজ একদিনের দল: Jason Mohammed (captain), Sunil Ambris (vice-captain), Nkrumah Bonner, Joshua Da Silva, Jahmar Hamilton, Chemar Holder, Akeal Hosein, Alzarri Joseph, Kyle Mayers, Andre McCarthy, Kjorn Ottley, Rovman Powell, Raymon Reifer, Romario Shepherd, Hayden Walsh jr
আরও পড়ুন- সিডনিতে নেই Umesh Yadav, টেস্ট অভিষেক হতে পারে Natarajan-এর!