নিজস্ব প্রতিবেদন: ভারতের ২০২২ ফিফা বিশ্বকাপে (2022 FIFA World Cup qualification) খেলার আশা অনেক আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সুনীল ছেত্রী (Sunil Chhetri) অ্যান্ড কোংয়ের সামনে এখনও সুযোগ রয়েছে ২০২৩ সালে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপের (2023 AFC Asian Cup) টিকিট সংরক্ষণ করার। কাতারের কাছে হারের পরেও ভারতের কিন্তু এশিয়ান কাপে খেলার এখনও সুযোগ রয়েছে। ভারত এরপর বাংলাদেশ (৭ জুন) ও আফগানিস্তানের (জুন ১৫) বিরুদ্ধে দু'টি ম্যাচে খেলবে। এই জোড়া ম্যাচের ওপরেই নির্ভর করছে ভারতের এশিয়ান ভাগ্য।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথমেই একবার গ্রুপ ই-র পয়েন্ট তালিকাটা দেখে নেওয়া যাক। পাঁচ দলের মধ্যে প্রত্যাশিত ভাবেই মগডালে এশিয়ার সর্বশক্তিমান কাতার। তারা শেষ ৭ ম্যাচের মধ্যে ৬টি ম্যাচেই জিতেছে। একটিতে ড্র করেছে। ১৯ পয়েন্ট নিয়ে ১ নম্বরে কাতার। দুয়ে ওমান (৫ ম্যাচ ১২), তিনে আফগানিস্তান (৬ ম্যাচে ৫), চারে ভারত (৬ ম্যাচে ৩) ও টেবিলে সবার নীচে বাংলাদেশ (৬ ম্যাচে ২)। আফগানিস্তানের থেকে ভারত ২ পয়েন্টে পিছিয়ে। বাংলাদেশের থেকে ভারত এক পয়েন্টে এগিয়ে। টেবিলের শেষের তিন দলের অবস্থান বদলে যেতে পারে শুধুমাত্র ফলাফলের ওপর নির্ভর করে।


আরও পড়ুন: FIFA World Cup 2022 Qualifier: ১০ জনের ভারত হারল ঠিকই, তবে গুরপ্রীত আজও 'দ্য ওয়াল'

 
ভারত যদি বাংলাদেশ ও আফগানিস্তানকে হারাতে পারে, তাহলে ভারতের তিন নম্বর স্থানটা নিশ্চিত। ভারতের কাজটা কিন্তু তুলনামূলক সহজ। কারণ বাকি দুই টিমকে এখনও খেলেতে হবে ওমানের সঙ্গে। যাঁরা নিশ্চিন্তে দুয়ে বসে আছে। ভারত যদি পরের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করে, তাহলে আফগানদের বিরুদ্ধে তাদের জিততেই হবে। আফগানিস্তান যদি ওমানের কাছে হেরে যায়, তাহলে ভারতের কাজটা সহজ হয়ে যাবে। কিন্তু যদি ওমানের সঙ্গে আফগানিস্তান জেতে বা ড্র করে, তাহলে কিন্তু ভারতকে যেভাবেই হোক বাংলাদেশ ও আফগানিস্তানকে হারাতেই হবে।


বাংলাদেশের কাছে পরের ম্যাচে হারলে ভারত কিন্তু রীতিমতো বিপাকে পড়ে যাবে। তখন ভারতকে প্রার্থনা করতে হবে যাতে আফগানিস্তান ও বাংলাদেশ যেন ওমানের সঙ্গে ড্র করে বা হারে। তারপর ভারত যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে, ভারতের তিন উঠে আসাটা সম্ভব হতে পারে গোল পার্থক্যে এগিয়ে থাকার সুবাদে। ভারত যদি বাংলাদেশের বিরুদ্ধে জেতে ও আফগানিস্তানের বিরুদ্ধে ড্র করে তাহলে ভারতের তৃতীয় স্থানে শেষ করতে সমস্য হবে না যদি আফগানিস্তান ওমানের কাছে হেরে বসে। কোনও কারণে ভারত যদি চারে থামে তাহলে তাদের টুর্নামেন্টের সেরা চার দলের মধ্যে হতে হবে এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য। যদি না হয় তাহলে ভারতকে টুর্নামেন্টের পাঁচ নম্বরে শেষ করা দলগুলির বিরুদ্ধে কোয়ালিফাইং রাউন্ডে খেলতে হবে। পাঁচে থামলেও হিসেবটা সেই একই থাকবে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)