Copa America 2021: ঐতিহাসিক ম্যাচে নামছেন Messi, কখন ও কোথায় কীভাবে দেখবেন?
এদিন দেশের জার্সিতে ইতিহাস লিখতে চলেছেন মেসি।
নিজস্ব প্রতিবেদন: লিওনেল মেসির (Lionel Messi) ভারতীয় অনুরাগীদের ফের একবার ভোর ভোর ঘুম থেকে উঠে পড়তে হবে। তাঁদের স্বপ্নের জাদুকর এলএম টেন নামছেন মাঠে। কোপা আমেরিকার (Copa America 2021) তৃতীয় ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি প্যারাগুয়ের ( Argentina vs Paraguay)।
প্রথম ম্যাচে লা আলবিসেলেস্তে (La Albiceleste) চিলির সঙ্গে ১-১ ড্র করেছিল। মেসির শৈল্পিক ফ্রি-কিকে প্রথমার্ধে ১-০ এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয়ার্ধে এডুয়ার্ডো ভার্গাসের গোলে মেসিদের ড্র করতে হয়। যদিও দ্বিতীয় ম্যাচে মেসিরা ঘুরে দাঁড়ায়। চলতি টুর্নামেন্টে প্রথম কোপা জয়ের স্বাদ পায় তারা। গুডিও রডরিগেজের গোলে আর্জেন্টিনা ১-০ হারায় উরুগুয়েকে। লিওনেল স্কালোনি টিম চাইবে টানা দ্বিতীয় ম্যাচ জিতে তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে। প্যারাগুয়ে ৩-১ গোলে বলিভিয়াকে উড়িয়ে খেলতে নামছে আর্জেন্টিনার বিরুদ্ধে। কিন্তু পরিংসখ্যান বলছে কোপা আমেরিকায় ২২ বারের সাক্ষাতে প্যারাগুয়ে আর্জেন্টিনাকে হারাতে পারেনি।
আরও পড়ুন: Copa America 2021: হোটেলের ঘরে মেয়েদের ঢুকিয়ে দেদার পার্টি! চরম বিপাকে Arturo Vidal ও তাঁর সতীর্থরা
এদিন ব্রাজিলে দেশের জার্সিতে ইতিহাস লিখতে চলেছেন মেসি। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার নজিরে যুগ্মভাবে নিজের নাম খোদাই করে নেবেন ১০ নম্বর জার্সিধারী। আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন জেভিয়ার মাসচেরানো ( Javier Mascherano)। ১৭৪ ম্যাচ খেলেছেন তিনি। মেসি তাঁর প্রাক্তন ক্লাব ও দেশের সতীর্থকে স্পর্শ করতে চলেছেন। মেসি আর্জেন্টিনার জার্সিতে ১৭৪ নম্বর ম্যাচটি খেলতে চলেছেন।
কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচ কবে?
কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচ আগামিকাল (২২ জুন, মঙ্গলবার)
কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচ কোথায়?
কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচ ব্রাসিলিয়ার মানে গ্যারিঞ্চা স্টেডিয়ামে।
কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচ কখন?
কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচ ভারতীয় সময় সকাল ৫টা ৩০ মিনিটে শুরু।
কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচ টিভি-তে কোন চ্যানেলে দেখা যাবে?
কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচ টিভিতে Sony Ten 2 SD এবং HD তে দেখা যাবে। বাংলায় সম্প্রচার করবে Sony Six SD এবং HD
কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচ অনলাইনে কীভাবে দেখা যাবে?
কোপা আমেরিকায় আর্জেন্টিনা বনাম প্যারাগুয়ে ম্যাচ অনলাইনে SonyLIV এবং Jio TV তে দেখা যাবে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)