ওয়েব ডেস্ক: রেকর্ড দামে চিনের ক্লাবে যোগ দিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড হাল্ক। চিনের সুপার লিগের দল সাংহাই এসআইপিজি তাঁকে দলে নিল ৪৬.১ পাউন্ডের বিনিময়ে। এশিয়ান ফুটবলে এখনও পর্যন্ত এটাই সবথেকে ব্যয়বহুল ট্রান্সফার। রাশিয়ান ক্লাব জেনিথ সেন্ট পিটার্সবার্গ থেকে হাল্ক এই ক্লাবে এলেন। ক্লাবটির কোচ হলেন ইংল্যান্ডের প্রাক্তন কোচ স্বেন গোরান এরিকসন। এর আগে এশিয়ান ফুটবলে রেকর্ড দলভুক্তি ছিল ব্রাজিলেরই আলেক্স টেইক্সেইরার। জিয়াংসু সানিং তাঁর জন্য খরচ করেছিল ৩৮.৪ পাউন্ড। ২৯ বছর বয়সী হাল্ক এবার রাশিয়ান ক্লাবের হয়ে ৫৬টি গোল করেছেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন  তুমি রোজারিওর, তুমি বার্সার, তুমি কলকাতার, ওসব কথা মানি না যুবরাজ, জানি তুমি শুধু আমার


চিনের ক্লাবগুলো দলবদলের সাম্প্রতিক সময়ে প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড খরচ করেছে। হাল্ক এর আগে ২০০৮ সালে পোর্তোতে যাওয়ার আগে তিনটি জাপানি ক্লাবে খেলেছেন। এরপর ২০১২ তে ৩২ মিলিয়ন পাউন্ডে যোগ দেন রাশিয়ান ক্লাবে। সাংহাইতে হাল্ক পাশে পাচ্ছেন ঘানার স্ট্রাইকার আসামোয়া জিয়ানকে। গতবারের রানার্স আপ সাংহাই বর্তমানে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে রয়েছে।


আরও পড়ুন ব্রাজিল দলে ফিরলেন নেইমার, বার্সার সঙ্গে চুক্তি হল আরও ৫ বছরের