ওয়েব ডেস্ক: আজ বিশ্বরেকর্ড করলেন ব্রেন্ডন ম্যাককালাম। অভিষেক থেকে টানা খেলে গেলেন ১০০ টেস্ট। না, এমনটা কেউ কখনও করতে পারেননি। এত সহজ কাজ নাকি এটা! তাই দেখে নিন, ম্যাককালামের আগে কারা টানা ১০০ টেস্ট খেলার কাছাকাছি গিয়েছিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ম্যাককালাম - ২০০৪ থেকে ২০১৬। খেললেন টানা ১০০ টেস্ট।


২) এবি ডিভিলিয়ার্স - ২০০৪ থেকে ২০১৫। টানা ৯৮ টা টেস্ট খেলেছিলেন এবি। একটুর জন্য রেকর্ডটা করতে পারেননি।


৩) অ্যাডাম গিলক্রিস্ট - ১৯৯৯ থেকে ২০০৮। এই সময় টানা ৯৬ টি টেস্ট খেলেছিলেন তিনি।


৪) রাহুল দ্রাবিড় - ১৯৯৬ থেকে ২০০৫। এই সময়ে তিনি টানা ৯৩ টি টেস্টে খেলেছিলেন।


৫) সচিন তেন্ডুলকর - ১৯৮৯ থেকে ২০০১। এই সময়ে তিনি টানা ৮৪ টেস্ট খেলছিলেন।



সবাই কাছাকাছি গিয়েছিলেন শুধু। শেষ হাসিটা হাসলেন ম্যাককালামই।