নিজস্ব প্রতিবেদন :  পুরুষদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে বুধবার বিশ্বরেকর্ড গড়লেন হাঙ্গেরির ক্রিস্টোফ মিলাক। ১০ বছর আগে ২০০৯ সালে রোমে মাইকেল ফেলপসের গড়া রেকর্ড ভেঙে বিশ্বরেকর্ড গড়লেন ১৯ বছর বয়সী হাঙ্গেরিয়ান সাঁতারু।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বুধবার গুয়াংঝাউতে ২০০ মিটার বাটারফ্লাই শেষ করতে মিলাক সময় নেন ১:৫০.৭৩ মিনিট। ২০০৯ সালে রোমে ২০০ মিটার বাটারফ্লাই শেষ করতে মাইকেল ফেলপস সময় নেন ১:৫১.৫১। দশ বছর আগের।



ফেলপসের রেকর্ড ভাঙার পর আপ্লুত মিলাক বলেন, "এই রেকর্ড গড়ে সত্যিই এক অন্যরকম অনুভূতি হচ্ছে।" এরপর তিনি জানান," ১৪ বছর বসয় পর্যন্ত আমি ব্যাকস্ট্রোক সাঁতার কাটতাম। তারপর থেকে আমি বাটারফ্লাই শুরু করি। তারও আগে আমি শুধুমাত্র ১০০ মিটার সাঁতার কাটতাম।" 


আরও পড়ুন - একাধিক মহিলার সঙ্গে প্রেম! অভিযুক্ত পাক ক্রিকেটার