জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: তেলেঙ্গানার গাচিবোলি স্টেডিয়ামে শুক্রবার সন্ধ্যায় হায়দরাবাদ এফসি খেলল ইস্টবেঙ্গল এফসি-র (Hyderabad FC vs East Bengal) সঙ্গে। নিজামের শহরে গিয়েও হেরে বসল লাল-হলুদ ব্রিগেড। হায়দরাবাদ ২-০ গোলে হারিয়ে দিল লেসলি ক্লডিয়াস সরণির শতাব্দী প্রাচীন ক্লাবকে। আর এই জয়ের সঙ্গেই ফের একবার হায়দরাবাদ পয়েন্ট টেবলের মগডালে গিয়ে বসল। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে হায়দরাবাদ একে। ৯ ম্যাচে ২১ পয়েন্টের সৌজন্যে মুম্বই সিটি (Mumbai City) দুয়ে। তিনে এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট। অন্য়দিকে ইস্টবেঙ্গল ৯ ম্যাচ খেলে মাত্র তিনটিতে জিতেছে এই মরসুমে। বাকি হাফ ডজন ম্যাচই তারা হারল। ফলে পয়েন্ট টেবলে আটেই থাকতে হল ইস্টবেঙ্গলকে।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ATK Mohun Bagan, ISL 2022-23: হুগো বুমোসের পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক করল সবুজ মেরুন


এদিন আক্রমণাত্মক ফুটবল খেলেই কনস্ট্যানটাইনের শিষ্যরা গোলের মুখ খুলতে চেয়েছিলেন। কিন্তু হায়দরাবাদ পাল্টা আক্রমণে গিয়েই গোলের মুখ খুলে ফেলে। প্রথমার্ধের ৩৮ মিনিটেই মহম্মদ ইয়াসিরের দুরন্ত গোলে এগিয়ে যায় হায়দরাবাদ। সৌজন্যে অবশ্যই ইস্টবেঙ্গলের ডিফেন্সের হতশ্রী চেহারা। বিরতির আগে লাল-হলুদ সেই শোধ করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ৮৫ মিনিটে জ্যাভিয়ের সিভেরিওর গোলে ইস্টবেঙ্গলের কফিনে শেষ পেরেক পুঁতে দেয়। ইস্টবেঙ্গলকে এদিনও সেই একজন পজিটিভ স্ট্রাইকারের অভাব ভোগাল। ইস্টবেঙ্গলের আক্রমণাত্মক খেলার স্ট্র্যাটেজি কোথাও যেন ডানা মেলতে পারছে না কোথাও ওই পজিটিভ স্ট্রাইকারের অভাবেই। এভাবেও বলা যেতে পারে যে, গোল করার লোকের অভাবেই ভুগতে হল আরও একটি ম্যাচে। এমন চলতে থাকলে চলতি আইএসএল-এর শেষেও ইস্টবেঙ্গলের সঙ্গী হবে সেই চেনা হতাশা। এখন দেখার বিখ্যাত কোচের হাত ধরে ইস্টবেঙ্গল আদৌ ঘুরে দাঁড়াতে পারে কিনা!


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)