নিজস্ব প্রতিবেদন: এবারের মতো শেষ হল কলকাতার আইপিএল অভিযান । শুক্রবার ইডেনে দ্বিতীয় কোয়ালিফায়ারে ১৩ রানে জিতল হায়দরাবাদ। ফাইনালে চেন্নাই বনাম হায়দরাবাদ মহারণ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এদিন নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে হায়দরাবাদ তোলে ১৭৪ রান। চলতি টুর্নামেন্টে এর চেয়ে ছোট টার্গেটে ম্যাচ বাঁচিয়েছে হায়দরাবাদ। তবে এদিন কলকাতার হাত থেকে ম্যাচ নিয়ে গেলেন রশিদ খান। ব্যাটে-বলে কামাল করলেন এই আফগান ক্রিকেটার। শেষের দিকে ঝোড়ো ব্যাটিং করে ১০ বলে তুললেন ৩৪ রান। রশিদের বিধ্বংসী ব্যাটিংয়ের সৌজন্যেই ১৬০ পার করল হায়দরাবাদ। অতিরিক্ত ২০ রান দেওয়ার ফল ভুগতে হল দীনেশ কার্তিকদের। সেই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে থাকল। স্লগওভারেই ডুবল কলকাতার তরী।  
 
ব্যাটের পর বলে হাতেও কামাল করলেন রশিদ খান। তুলে নিলেন ৩টি উইকেট। ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ১৯ রান দিয়েছেন এই আফগান ক্রিকেটার। তাঁর শিকারের মধ্যে রয়েছেন রবিন উথাপ্পা, আন্দ্রে রাসেল ও ক্রিস লিনের মতো ব্যাটসম্যানরা। শেষও ওভারে চার বলে বাকি ১৫ রান। শুভমান গিলের ক্যাচ ধরে কলকাতার কফিনে শেষ পেরেক পুঁতলেন রশিদই।


আরও পড়ুন- বিশ্বভারতীতে মোদীর নিরাপত্তায় ব্যাঘাত, ছবি উপহার দিলেন এক ব্যক্তি