নিজস্ব প্রতিবেদন: ক্রিকেট কেরিয়ারের শুরুর দিন গুলিতে বেড়ে ওঠার সময়  কিংবদন্তি সচিন তেন্ডুলকরের কাছে নায়ক ছিলেন কে? তাঁর ব্যাটিংয়ের অনুপ্রেরণাই বা কে ছিলেন? মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর নিজেই সেসব কথা শোনালেন। অনেকেই হয়তো ছিলেন কিন্তু তাঁর কাছে দু'জন নায়ক ছিলেন। ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ভিভ রিচার্ডস ছিলেন তাঁর অনুপ্রেরণা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


'গিফট অফ লাইফ'- ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সচিন বলেন, "আমি বলব যে আমি যখন ক্রিকেট খেলছি বা যখন আমি ছোট ছিলাম, তখন থেকেই আমি ক্রিকেটার হতে চেয়েছিলাম এবং আমার দেশের হয়ে খেলতে চেয়েছিলাম।" এরপরেই মাস্টার ব্লাস্টার বলেন, "আমার দুজন নায়ক ছিলেন - একজন হলেন আমাদের সুনীল গাভাসকর, যিনি ভারতের হয়ে বেশ কয়েক বছর ধরে সুনামের সঙ্গে খেলেছিলেন,তিনি ছিলেন আমার ব্যাটিং হিরো। তাঁর পাশাপাশি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস। ক্রিকেট খেলার সময় এঁরাই ছিলেন আমার ব্যাটিংয়ের অনুপ্রেরণা।" তবে মাস্টারের জীবনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তাঁর বাবা রমেশ তেন্ডুলকার সেটা তিনি স্বীকার করে নিয়েছেন।



আরও পড়ুন - CSK-র অনেকে ভাবছে এটা সরকারি চাকরি! ফের ধোনির দলকে নজিরবিহীন আক্রমণ সেওয়াগের