ওয়েব ডেস্ক: ভূতের মুখে রামনাম? অন্তত পোর্ট অফ স্পেনে বসে বিরাট কোহলির সাংবাদিক সম্মেলনের পর এরকমই ধারনা হয়েছিল সকলের। আসলে ভারতীয় দলের কোচের পদ থেকে অনিল কুম্বলের পদত্যাগের পর ভারতীয় ক্রিকেটে  কাছে রীতিমত ভিলেন বনে গিয়েছিলেন বিরাট কোহলি। সমালোচনায় মুখর প্রাক্তন ক্রিকেটাররা । ক্রিকেট বিশেষজ্ঞদের ধারনা তা ধামাচাপা দিতেই কুম্বলের বন্দনায় মাতলেন বিরাট। সত্যিই এত বিতর্কের পরও পোর্ট অফ স্পেনে বসে কোহলি বললেন তিনি কুম্বলের পদত্যাগের সিদ্ধান্তকে সম্মান করেন। এমনকী ক্রিকেটার হিসেবেও কুম্বলেকে তিনি শ্রদ্ধা করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এবছরের শেষেই পাকিস্তানে খেলতে যাচ্ছে বিশ্ব একাদশ
                        
কোহলির এই বক্তব্য নিয়ে অনিল কুম্বল অবশ্য কোনও মন্তব্য করেননি। কিন্তু ড্রেসিংরুমের কুম্বলে-কোহলির মতানৈক্যের বিষয়টি বোর্ডের প্রশাসনিক কমিটি জেনেছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে বিনোদ রাইয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটি।


আরও পড়ুন  ইংল্যান্ডকে দ্বিতীয় টি২০ ম্যাচে তিন রানে হারাল দক্ষিণ আফ্রিকা