I LEAGUE 2019-20: প্রথম জয় পেল ইস্টবেঙ্গল, স্প্যানিশ ঝড়ে পাহাড় জয় লাল-হলুদের
প্রেসিং ফুটবলেই পাহাড় থেকে মূল্যবান তিন পয়েন্ট ঘরে তুললেন স্প্যানিশ কোচ আলেসান্দ্রো।
নিজস্ব প্রতিবেদন : পর পর দুটো ম্যাচ ড্রয়ের পর অবশেষে আই লিগে জয়ের মুখ দেখল ইস্টবেঙ্গল। ক্লান্তিকে সঙ্গী করেই অ্যাওয়ে ম্যাচে নেরোকা এফসিকে ৪-১ গোলে উড়িয়ে দিল লাল-হলুদ শিবির।
প্রেসিং ফুটবলেই পাহাড় থেকে মূল্যবান তিন পয়েন্ট ঘরে তুললেন স্প্যানিশ কোচ আলেসান্দ্রো। খেলার ২০মিনিটে হুয়ান মেরা গঞ্জালেসকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন কোলাডো। ১১ মিনিট বাদে ক্রেস্পি মার্তিদের ভুলের সুযোগ নিয়ে নেরোকাকে সমতায় ফেরান ডায়ারা। তবে ২ মিনিট বাদে ফের এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ফ্রিকিক থেকে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করেন স্প্যানিশ উইঙ্গার হুয়ান মেরা গঞ্জালেস। বিরতিতে ২-১ গোলে এগিয়ে থাকে ইস্টবেঙ্গল।
বিরতির পরেই ৫০ মিনিটে নেরোকার ডিফেন্ডার বক্সে বল হাতে লাগালে ফের পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। পেনাল্টি থেকে ব্যবধান ৩-১ করেন সেই কোলাডো। ৬৪ মিনিটে নেরোকার কফিনে শেষ পেরেক পুঁতে গোল খরা কাটান মার্কোস। পিন্টুর ক্রস থেকে হেডে গোল করেন লাল-হলুদের স্প্যানিশ স্ট্রাইকার। ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে উঠে এল ইস্টবেঙ্গল।
আরও পড়ুন- অধিনায়কত্ব সঙ্গে মাতৃত্ব- দুই দায়িত্বকে একসূত্রে বাঁধলেন মিজোরামের ভলিবল খেলোয়াড় ভেনি