I LEAGUE 2019-20: ফ্রান গঞ্জালেসের জোড়া গোলে গোকুলামকে হারিয়ে ডার্বির আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল মোহনবাগান
৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আই লিগের সেকেন্ড বয় এখন মোহনবাগান।
নিজস্ব প্রতিবেদন: গোকুলামকে হারিয়ে ডুরান্ড ফাইনালে হারের বদলা আই লিগে নিয়ে নিল মোহনবাগান (Mohun Bagan)। কল্যাণীতে ফ্রান গঞ্জালেসের জোড়া গোলে জিতল সবুজ-মেরুন। ডার্বির আগে যোসেফদের হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ভিকুনা ব্রিগেড।
কল্যাণীতে গোকুলামের বিরুদ্ধে রক্তচাপ বাড়িয়ে জিতল মোহনবাগান। ফ্রান গঞ্জালেসের জোড়া গোলের সুবাদে ডুরান্ড চ্যাম্পিয়নদের ২-১ গোলে হারাল সবুজ-মেরুন। মার্কাস যোসেফ, হেনরি কিসেকাদের বিরুদ্ধে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন কলিনাস, বেইতিয়ারা। ২২ মিনিটে আশুতোষ মেহতাকে বক্সে ফাউল করলে পেনাল্টি পায় মোহনবাগান। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ফ্রান গঞ্জালেস। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোকুলামের ফুটবলারকে নিজেদের বক্সে ফাউল করেন কলিনাস। পেনাল্টি থেকে গোল পরিশোধ করেন মার্কাস যোসেফ।
আরও পড়ুন- I LEAGUE 2019-20: রবিবাসরীয় ডার্বিতে নিজেদের এগিয়ে রাখতে চান না ইস্টবেঙ্গল কোচ!
দ্বিতীয়ার্ধের শুরুতেই বেইতিয়ার কর্নার থেকে জয়সূচক গোল করেন স্প্যানিশ মিডিও ফ্রান গঞ্জালেস। খেলার শেষের দিকে বাগান রক্ষণে চাপ বাড়ান মার্কাস যোসেফরা। গোকুলামের গোল বাতিল হয়,যোসেফের শট পোস্টে লেগে ফেরে। ইনজুরি টাইমে লাল কার্ড দেখেন মোহনবাগান অধিনায়ক গুরজিন্দর। তবে সাইরাস, মোরান্তেদের আঁটোসাঁটো রক্ষণ আর শঙ্কর রায়ের দুরন্ত গোলকিপিংয়ের সুবাদে কল্যাণী থেকে হাসি মুখেই মাঠ ছাড়লেন সবুজ-মেরুন সমর্থকেরা। ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আই লিগের সেকেন্ড বয় এখন মোহনবাগান।