আই লিগে হারের হ্যাটট্রিক ইস্ট বেঙ্গলের, মিনার্ভার কাছে ০-১ গোলে হার লাল হলুদের
মোহনবাগান যেখানে যুব ভারতীতে তিনটি ম্যাচ খেলে দুটি ড্র করেছে আর একটা হেরেছে, সেখানে ইস্ট বেঙ্গল দুটো ম্যাচে পয়েন্টের খাতা খুলতে পারেনি।
সুখেন্দু সরকার: চলতি মরশুমে আই লিগে ঘরের মাঠে পয়েন্ট নষ্ট করাটা যেন কলকাতার দুই প্রধানের ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। মোহনবাগান যেখানে যুব ভারতীতে তিনটি ম্যাচ খেলে দুটি ড্র করেছে আর একটা হেরেছে, সেখানে ইস্ট বেঙ্গল দুটো ম্যাচে পয়েন্টের খাতা খুলতে পারেনি। মঙ্গলবার মিনার্ভা পাঞ্জাবের কাছে ০- ১ গোলে হারল আলেসান্দ্রোর লাল হলুদ ব্রিগেড।
পাহাড়ে পর পর দুটো ম্যাচে জয় দিয়ে সাড়া জাগিয়ে আই লিগ শুরু করেছিল ইস্ট বেঙ্গল। তার পরেই ছন্দ পতন। চেন্নাই সিটি, আইজল এফ সি র কাছে হারের পর এবার গত হারের আই লিগ চ্যাম্পিয়নদের কাছে ঘরের মাঠে হারল ইস্ট বেঙ্গল। প্রথমার্ধে ঘুম পাড়ানি ফুটবল দুই দলের। তেমন ভাবে সুযোগ তৈরি করতে পারেনি দুই পক্ষই।
দ্বিতীয়ার্ধে অবশ্য অনেক বেশি ওপেন ফুটবল হল। খোলস ছেড়ে বেরোনোর চেষ্টা করে দুই দল। কিন্তু অজস্র মিস পাসের বহর। তারই মাঝে ৭৬ মিনিটে ওপকুর গোলে এগিয়ে যায় মিনার্ভা। বাঁ দিক থেকে মঈনউদ্দিনের সেন্টার থেকে উড়ে আসা বলে গোল কিপার উবেদকে গোল লাইন ছেড়ে বেরিয়ে আসতে দেখেই প্লেসিং শটে গোল করে যান ওপোকু। পিছিয়ে পড়ে গোল শোধের মরিয়া চেষ্টা চালালেও সমতা ফেরাতে ব্যর্থ জবি, এনরিখেরা। যার ফলে ঘরের মাঠে এ মরশুমে আই লিগে র দ্বিতীয় ম্যাচেও হারতে হল আলেসান্দ্রো র দলকে। ৫ ম্যাচ শেষে ৬ পয়েন্ট ইস্ট বেঙ্গল-এর। অন্যদিকে ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে আই লিগের সেকেন্ড বয় এখন গত বারের চ্যাম্পিয়ন মিনার্ভা পাঞ্জাব এফসি।