ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে পরপর চার ম্যাচে হাফ সেঞ্চুরি (৫৫, ৭০, ৫৩, ৬১)করেছিলেন ভারতীয় দলের ব্যাটসম্যান অজিঙ্কা রাহানে। এই চার ম্যাচের মধ্যে কোনও ম্যাচেই তিনি ভারতীয় দলের হয়ে সর্বোচ্চ রান করেননি। কিন্তু, তাঁর এই রান দলের যে প্রয়োজনে লেগেছিল, তা বলার অপেক্ষা রাখে না। তারপরেও টি২০ সিরিজের জন্য নির্বাচিত ভারতীয় দলের ১৫জন সদস্যের মধ্যে নাম নেই তাঁর! মুম্বইয়ের এই ব্যাটসম্যান টি২০ সিরিজের দলে না থাকায় অবাক হয়েছেন দেশের অনেক ক্রিকেটপ্রেমীই। কিন্তু, দলে সূযোগ না পেয়েও নির্বাচকদের বিরুদ্ধে কোনও রাগ দেখালেন না বা হতাশা প্রকাশ করলেন না রাহানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ভারতের প্রথম তিন ব্যাটসম্যান এখন বিশ্বক্রিকেটের ত্রাস, বললেন গাভাসকর


একটি সাক্ষাতকারে অজিঙ্কা রাহানে বলেছেন, 'আমরা সাম্প্রতিককালে সমানে ক্রিকেট খেলে যাচ্ছি। এরকম একটা সময় নির্বাচকরা দল গড়েছেন। তাঁরা যে দলই গড়েছেন আমাদের সেটাকে সম্মান জানানো উচিত। দলের মধ্যে প্রতিযোগিতা থাকাটা সবসময় ভাল। দলে সূযোগ পাওয়ার জন্য এই লড়াই করাটা আমি খুব উপভোগ করি। ক্রিকেটারদের কাজ পারফর্ম করে যাওয়া। সেটাই করব।'


আরও পড়ুন  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য ১৫ জনের দল ঘোষণা করল ভারত