নিজস্ব প্রতিবেদন: ইংল্যান্ডের ইয়ান বোথাম, নিউ জিল্যান্ডের রিচার্ড হ্যাডলি, পাকিস্তানের ইমরান খান আর ভারতের কপিল দেব- সর্বকালের সেরা অল রাউন্ডারদের তালিকায় আশির দশকে মাঠে ছিলেন এরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। চারজনের মধ্যে সেই প্রজন্মের সেরা কে? বিতর্কে ঘি ঢাললেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিল দেব। তাঁর দাবি, ইমরান খান-রিচার্ড হ্যাডলি-ইয়ান বোথাম তিনজনকে যোগ করলে যা হয় তার চেয়েও এগিয়ে ছিলেন তিনি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতীয় মহিলা দলের হেড কোচ ডব্লিউ ভি রমনের সঙ্গে অনলাইনে একটি আলোচনায় কপিল বলেছেন, "আমি বলব না যে আমি সেরা, অলরাউন্ডার ছিলাম, তবে অ্যাথলিট হিসেবে বাকি তিনজনকে যোগ করলে যা হয় তার চেয়েও ভালো ছিলাম।"


অ্যাথলিট হিসেবে নিজেকে এগিয়ে রাখলেও চার অল রাউন্ডারের মধ্যে সেরা বোলার হিসেবে নিউ জিল্যান্ডের রিচার্ড হ্যাডলিকে বেছে নিয়েছেন কাপিল দেব। আর আশির দশকের কিংবদন্তি অল রাউন্ডারদের মধ্যে ইয়ান বোথামকে সত্যিকারের অল রাউন্ডার মনে করেন কপিল দেব।



আরও পড়ুন- বেকায়দায় বিরাট! কোহলিকে গ্রেফতারের দাবিতে আদালতে আবেদন