জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময় বদলে গিয়েছে। বদলে গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। ২০২০ সালের আইপিএল-এ (IPL 2020) মারকুটে মেজাজে থাকা সূর্য কুমার যাদবকে (Suryakumar Yadav) থামানোর জন্য 'স্লেজিং' করেছিলেন তৎকালীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) অধিনায়ক বিরাট। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) ব্যাটারের মনঃসংযোগে ব্যাঘাত ঘটানোর জন্য চোখ পাকিয়ে তাঁর দিকে তেড়ে এসেছিলেন 'কিং কোহলি'। সেই বিরাট এ বার টিম ইন্ডিয়ার (Team India) উদীয়মান তারকাকে কুর্নিশ জানালেন। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভাইরাল হয়ে গিয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৩ ওভারে ৯৪ রানে ভারত ২ উইকেট হারায়। এরপরের সাত ওভার ব্যাট হাতে তাণ্ডব দেখান বিরাট ও সূর্য। যুগলবন্দিতে ৪২ বলে ৯৮ রান ওঠে স্কোরবোর্ডে। শেষ ৫ ওভারেই চলে আসে ৭৮ রান। হংকংয়ের বোলারদের ক্লাবস্তরে নামিয়ে আনেন তাঁরা। বিরাট টি-টোয়েন্টিতে তাঁর ৩১তম আন্তর্জাতিক হাফসেঞ্চুরি করেছেন। রানের খরা কাটিয়ে ৪৪ বলে অপরাজিত ৫৯ রান করেছেন তিনি। কিন্তু সূর্যকুমার যাদবের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে যেন ম্লান হয়ে গিয়েছে কোহলির ইনিংস। সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন সূর্য। আর সূর্যের তেজকে মাথা নত করে কুর্নিশ জানিয়েছেন কোহলি। সূর্য যখন শেষ ওভারের চতুর্থ ছক্কা মেরেছিলেন, বিরাট তখন রীতিমতো হতবাক হয়ে যান। অবাক হয়ে সূর্যকে ইশারায় জিজ্ঞেস করেছিলেন 'ভাই এটা কী ছিল?' সেই ভঙ্গি এখন রীতিমতো ভাইরাল। 



আরও পরুন: Kinchit Shah, Asia Cup 2022 : ভারতের বিরুদ্ধে হারলেও গ্যালারিতেই বান্ধবীকে প্রেম নিবেদন করলেন হংকং তারকা


আরও পরুন: Kolkata Derby, ISL 2022-23 : ঢাকে পড়ল কাঠি, মরসুমের প্রথম ও ফিরতি ডার্বি মহারণ কবে? জেনে নিন


ম্যাচের শেষে দুজনের একটি সাক্ষাৎকার পোস্ট করেছে বিসিসিআই। সেখানে বিরাট বলেন, 'আমি ক্রিজের অন্য প্রান্তে দাঁড়িয়ে সূর্যের ব্যাটিং উপভোগ করেছি। ও ক্রিজে আসতেই ম্যাচের পরিস্থিতি একেবারে বদলে দিয়েছে। সূর্যকে দেখে মনে হচ্ছিল ব্যাট করা খুব সোজা!' এরপর বিরাট আরও যোগ করেছেন, 'আইপিএল-এ খেলার সময় সূর্যের ব্যাটিং দূর থেকে দেখেছি। কারণ ও সবসময় আমার বিপক্ষে খেলেছে। আজ এই প্রথমবার খুব কাছ থেকে ওর ব্যাটিং দেখেছি। পুরো ছিটকে গিয়েছি।' 



বিরাটের মতো সূর্যেরও একইরকম অভিজ্ঞতা। কারণ এর আগে কখনও বিরাটের সঙ্গে ব্যাট করার সুযোগ পাননি সূর্য। তাই এই মুম্বইকর বলেন, 'প্রথমত বিরাট ভাইয়ের সঙ্গে ব্যাট করে দারুণ অনুভূতি হচ্ছে। ক্রিজে যাওয়ার আগে ঋষভের সঙ্গে ব্যাটিং প্ল্যান নিয়েই কথা বলছিলাম। এমন স্লো পিচে কীভাবে ব্যাট করা উচিত, সেটা নিয়েই আমাদের মধ্যে আলোচনা চলছিল।' 


দীর্ঘ একমাস পরে ম্যাচে ফিরেছেন। ছুটির সময় ব্যাট পর্যন্ত ধরেননি। পাকিস্তানের বিরুদ্ধে ৩৪ বলে ৩৫ রান করার পর হং কং-এর বিরুদ্ধে ৪৪ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক। ফিরে আসা নিয়ে বিরাট যোগ করেছেন, 'ছয় সপ্তাহের ছুটি আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বড় ছুটি। এমন ছুটি কাটিয়ে ফিরে এসে রান করা খুব সহজ নয়। এই পিচটা শুরুতে স্লো ছিল। তাই ক্রিজে টিকে থেকে দলের রান এগিয়ে নিয়ে যাওয়াই সিনিয়র হিসেবে আমার কাজ।'  


সূর্যের বিধ্বংসী ব্যাটিং দেখে বিরাট যেন মন্ত্রমুগ্ধ। পুরো ভারত যখন সূর্যের ঝড়ো ইনিংসকে উপভোগ করছিলেন, তখন উল্টোপ্রান্তে দাঁড়িয়ে সবচেয়ে বেশি উপভোগ করেছেন নিঃসন্দেহে তিনি। মন্থর পিচেও আগ্রাসী মেজাজে খেলেছেন এই মুম্বইকর। যেন হংকং-এর বিরুদ্ধে তিন বুধবার মিস্টার ৩৬০ ডিগ্রি হয়ে উঠেছিলেন। 


বিরাট কোহলির এই প্রতিক্রিয়ায় সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের বন্যা বইছে। একজন ক্রিকেট ভক্ত বলেছেন যে, ‘আপনি যখন রাজার সাথে ব্যাট করেন এবং তাঁর কাছ থেকে এমন প্রতিক্রিয়া পান, তখন এটি আপনার ব্যাটিংয়ের সেরা মুহূর্ত।’ অন্য একজন ভক্ত লিখেছেন যে, ‘বিরাট কোহলি, যাকে অহংকারী এবং আক্রমণাত্মক বলা হয়, যখন আপনার কাছে মাথা নত করে, তখন এটি আপনার জন্য একটি বড় ব্যাপার।’ আরেকজন লিখেছেন, ‘এটা খুবই বিরল ছবি। বিরাট সূর্য নমস্কার করছেন।’ 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)