ওয়েব ডেস্ক: অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এই প্রথম ফুটবলের কোনও বিশ্বকাপের আসর বসতে চলেছে ভারতে। তাই উন্মাদনাও বেশি। আর তো বেশি দিন বাকিও নেই প্রতিযোগিতার শুরু হতে। আগামী ৬ অক্টোবর আমেরিকার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিযান শুরু করবে অনূর্ধ্ব-১৭ ভারতীয় দল। তার আগে ভারতীয় দলের ফুটবলারদের নিজে হাতে জার্সি তুলে দিলেন সিনিয়র ভারতীয় ফুটবল দলের ক্যাপ্টেন সুনীল ছেত্রী। এবং দেশের ভবিষ্যত প্রজন্মের ফুটবলারদের সামনে পেয়ে সুনীল বললেনও দারুণ সব কথা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের, কবে কোথায় ম্যাচ জেনে নিন


সুনীল ছেত্রী বলেছেন, 'অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ আয়োজন করাটা, ভারতীয় ফুটবলের সবথেকে বড় ঘটনা হতে চলেছে। এই প্রতিযোগিতাটায় খেলতে পারায় জন্য, আমি আমার ১৫ বছরের ফুটবল কেরিয়ারও ছেড়ে দিতে পারি। আমাদের কম বয়সের দল যেমন ছিল, এই দলটা তার থেকে অনেক ভালো। যে ফুটবলটা ওরা এখন খেলছে, তা সত্যিই দুর্দান্ত। বাড়ি থেকে আসার সময় ভাবছিলাম, ছেলেদের কী বলবো। এসে শুধু বললাম, বড় প্রতিযোগিতা বলে ভয় পেও না। নিজেদের খেলাটাকে উপভোগ করো শুধু।'


আরও পড়ুন  সাফল্য পেতে কোন জিনিস কতটা লাগে, জানালেন সুরেশ রায়না