নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসের কারণে চলতি বছরে অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিত করেছে ICC। স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে কোথায় হবে তা নিয়ে আজকের আইসিসি-বোর্ড মিটিংয়ে ইঙ্গিত মিলতে পারে। যেখানে ক্রিকেট অস্ট্রেলিয়ার কর্তাদের সঙ্গে বিসিসিআই কর্তাদের কথা হতে পারে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০ জুলাই আইসিসি-র বোর্ড মিটিংয়ে জানানো হয়,
২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বর উইন্ডোতে হবে। বিশ্বকাপ ফাইনাল হবে ১৪ নভেম্বর, ২০২১।
২০২২ সালে হবে ২০২০ সালের স্থগিত হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ। অক্টোবর-নভেম্বর উইন্ডোতেই হবে বিশ্বকাপ। ফাইনাল ২০২২ সালের ১৩ নভেম্বর।
২০২১ এবং ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ কোথায় হবে সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি আইসিসি। তবে আজকের আইসিসি বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ২০২১ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ কোনটা ভারতে এবং কোনটা অস্ট্রেলিয়ায় হবে!



যদিও ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ সালে আয়োজন করতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যদিও ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হওয়ার কথা। বিসিসিআই ২০২২ সালে বিশ্বকাপ আয়োজন করতে চাইছে না। ২০২৩ সালে ফের ভারতের মাটিতেই বসবে ওয়ান ডে বিশ্বকাপের আসর। পর পর দু বছর বিশ্বকাপ আয়োজন করতে চাইছে না বিসিসিআই, সূত্রের খবর এমনই।


 


আরও পড়ুন - আইপিএল-এর দিনক্ষণ ঘোষণা হতেই রাঁচিতে অনুশীলনে নেমে পড়লেন ধোনি