নিজস্ব প্রতিবেদন:  বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাব। সব খেলাতেই ফুলস্টপ পড়ে গিয়েছে। বাদ যায়নি ক্রিকেটও। জুন মাস পর্যন্ত সব খেলা বাতিল করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি-ও। ইউরো কাপ, কোপা আমেরিকা, অলিম্পিকের মতো মেগা ইভেন্ট পিছিয়ে গিয়েছে একবছর করে।  এই অবস্থায় অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে।  অক্টোবর নভেম্বরে আদৌ টি-টোয়েন্টি বিশ্বকাপ সম্ভব কিনা সেই নিয়ে ২৮মে ভিডিয়ো কনফারেন্সে বৈঠকে বসতে চলেছে আইসিসি-বোর্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসার কথা। মারণ ভাইরাস থেকে বাঁচতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া সরকার। আপাতত পরিস্থিতির দিকে নজর রাখছে আইসিসি-ও। এখন পর্যন্ত সূচি মেনেই বিশ্বকাপের প্রস্তুতির কাজ এগোচ্ছে স্থানীয় আয়োজক কমিটি। সবদিক বিবেচনা করেই বিশ্বকাপের ভবিষ্যত্ নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে আইসিসি।


 


ICC বোর্ড মিটিংয়ের আগে করোনা পরিস্থিতি নিয়ে অনিল কুম্বলের নেতৃত্বাধীন আইসিসি-র ক্রিকেট কমিটি আলোচনায় বসবে। করোনা পরবর্তী ক্রিকেটে স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে বলের পালিশ ধরে রাখতে থুতু, লালা, ঘাম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করতে পারে কুম্বলের কমিটি। ক্রিকেট কমিটির প্রস্তাবনাও আইসিসি-র বোর্ড মিটিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন নিয়ম চালু করতে পারে আইসিসি। একই সঙ্গে ২৮ মে বৈঠকে একটা ধারণা কিছুটা হলেও স্পষ্ট হতে পারে যে আদৌ অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে কিনা!   



আরও পড়ুন - রাজীব খেলরত্নে অঞ্জুম মুদগিল এবং দ্রোণাচার্যের জন্য যশপাল রানার প্রস্তাব রাইফেল ফেডারেশনের