ওয়েব ডেস্ক : দশম আইপিএলও এখন শেষ হওয়া স্রেফ সময়ের অপেক্ষা। আইপিএল শেষ হলেই বিরাট কোহলি অ্যান্ড কোম্পানি, পাড়ি দেবে ইংল্যান্ডে। ৪ জুন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে ভারত। আর তার আগে বেশ চিন্তায় ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজাহারউদ্দিন। তাঁর মতে, ওপেনিং পজিশন নিয়ে ভূগতে হতে পারে ভারতকে। তাঁর কারণ, দলের অন্যতম ওপেনার রোহিত শর্মা এবার আইপিএলে তাঁর দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ওপেনই করেননি। এই বিষয়ে মহম্মদ আজাহারউদ্দিন বলেছেন, 'যখন তুমি একজন ওপেনিং ব্যাটসম্যান, তখন তোমার ওপেন করতে নামাই উচিত। দলের সেরা ব্যাটসম্যান কেন ২০ ওভারের ম্যাচে ৮ বা ১০ ওভার পরে ব্যাট করতে আসবে! অথবা দলের সেরা ব্যাটসম্যান কেন একদিনের ম্যাচে ২০ থেকে ৩০ ওভার পর ব্যাট হাতে নামবে! যত বেশি সম্ভব বল খেলটাই তো তাঁর কাজ। তাতেই উপকৃত হবে তাঁর দল। রোহিতের পক্ষে ইংল্যান্ডের অন্যরকম পরিবেশ হঠাত্ করে মানিয়ে নেওয়াটা মোটেই অত সহজ হবে না। বিশেষ করে, ও দীর্ঘদিন চোটের জন্য মাঠের বাইরে ছিল।'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন চোটের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন মণীশ, দলে এলেন কে জানুন


এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জেতার সম্ভাবনা কতটা? এই বিষয়ে মহম্মদ আজাহারউদ্দিন বলেছেন, 'ভারত যদি এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে জিততে না পারে, তাহলে আমি অন্তত খুব হতাশ হব। আমাদের দলে সেরা ব্যাটসম্যানরা রয়েছে। আমাদের দলে সেরা পেস বোলাররা আছে। আমাদের দলে সেরা স্পিনাররাও আছে। তাহলে কেন চ্যাম্পিয়ন হবে না বিরাট কোহলির দল?'


আরও পড়ুন  আইপিএল খেলে বেন স্টোকস, নিজের খেলাকে পরের পর্যায় নিয়ে গিয়েছেন, বললেন এবি