ওয়েব ডেস্ক: কুম্বলে-কোহলির বিবাদের প্রভাব অনুশীলনে। কোচ কুম্বলের নেটে প্রবেশ করতেই অনুশীলন মাঝপথে থামিয়ে বেরিয়ে যান ভারত অধিনায়ক কোহলি। বিবাদ যাতে বাইরে বেরিয়া না আসে তাই অনুশীলনে ঢোকা নিষেধ সংবাদমাধ্যমের। ভারত -পাক কূটনৈতিক দ্বন্ধের মত একটি জলন্ত  ইস্যুকে সামনে রেখে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযানে দু দেশ । যে লড়াই শুধু ২২ গজে সীমাবদ্ধ থাকে না । এই অবস্থায় অনেকটাই টালমাটাল ভারতীয় শিবির । কোচ অনিল কুম্বলে আর অধিনায়ক বিরাট কোহলির চাপানউতোর প্রকাশ্যে । যার প্রভাব পড়ছে অনুশীলনে । প্রোটকল বলুন কিংবা শৃঙ্খলা বলুন কোনটাই মানছেন না বিরাট কোহলি । মতপার্থক্যের জেরে ঔদ্ধত্যের সীমারেখা অতিক্রম করে গেছেন ক্যাপটেন হট । অনুশীলন চলাকালীন কোচ কুম্বলে যখন নেটে প্রবেশ করতেই  অনুশীলন মাঝপথে থামিয়ে নেট ছেড়ে বেড়িয়ে যান ভারত অধিনায়ক ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারতীয় দলের পেসাররা প্র্যাকটিসই করতে পারলেন না


কোহলির এই আচরণে হকচকিয়ে যায় ভারতীয় টিম ম্যানেজম্যান্ট । ঘরের বিবাদ যাতে বাইরে বেড়িয়ে না আসে তারজন্য সংবাদমাধ্যমকে ঠেকাতে কোমড় বেঁধে নেমে পড়েন সবাই । অগ্রণী ভূমিকা নেন কোচ কুম্বলে । সারা মাঠ কালো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় । সাংবাদিক আর ফটোগ্রাফার সবার মাঠে ঢোকা নিষিদ্ধ করে দেওয়া হয় । যাতে কোনভাবেই ভারতীয় শিবিরের  খবর বাইরে না আসে । সূত্রে খবর কড়া হেডমাস্টার কুম্বলের  অনুশাসনে  সবাই বিরক্ত । সুযোগ পেয়ে সবাই কোহলির পাশে দাড়িয়ে পড়েছেন । আর তাতেই ডোন্টকেয়ার মনোভাব কোহলির ।  চ্যাম্পিয়ন্স ট্রফির মত টুর্ণামেন্টের আগে  দলের নেতার এই মনোভাবে  টিম স্পিরিট  বাড়বে নাকি ধাক্কা খাবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ?


আরও পড়ুন  চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে সহজেই জিতে আত্মবিশ্বাসে ফুটছে ইংরেজরা