নিজস্ব প্রতিবেদন : দীর্ঘ দশ বছর অপেক্ষার পর সুযোগ এসেছিল। পাকিস্তানের ক্রিকেট সমর্থকদের কাছে ঈদের খুশির মতো ছিল ব্যাপারটা। ২০০৯ সালে শ্রীলঙ্কা দলের উপর জঙ্গি হামলার পর আর পাকিস্তানে কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি। কোনও দেশ আর পাকিস্তানে খেলতে যেতেও চায়নি। কিন্তু শেষমেশ রাজি হয়েছিল শ্রীলঙ্কা। তাতেও বাধা। সিরিজের প্রথম ম্যাচ ছিল করাচিতে। কিন্তু সেই ম্যাচ ভেস্তে গেল বৃষ্টির জন্য। করাচির মাঠে আয়োজিত কোনও আন্তর্জাতিক একদিনের ম্যাচ এর আগে বৃষ্টির জন্য ভেস্তে যায়নি। বৃষ্টির জন্য শ্রীলঙ্কা-পাকিস্তান সিরিজের ক্রীড়াসূচিতেও বদল আনা হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  এ কেমন প্র্যাকটিস! জলে ভরা পিচ, ব্যাটিং করছেন সচিন



দ্বিতীয় একদিনের ম্যাচও হওয়ার কথা করাচিতে। সেখানে এখন প্রবল বৃষ্টি। যার জন্য দ্বিতীয় ম্যাচটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। তবে করাচিতে প্রথম ম্যাচ বাতিল হওয়া নিয়ে এবার মজা করে গেল আইসিসি। টুইটারে তাঁরা ক্রিকেটপ্রেমীদের কাছে প্রশ্ন করে, ‘কখনও শুনেছেন, এত বেশি বৃষ্টি হয়েছে যে একটা ম্যাচ ধুয়ে দুদিন পিছনে চলে গিয়েছে! ম্যাচ ৩০ সেপ্টেম্বর হবে। সে কথাও একইসঙ্গে জানিয়ে দিয়েছে আইসিসি। পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, ‘মাঠকর্মীরা আগামী সপ্তাহে ম্যাচের জন্য যেন মাঠ প্রস্তুত করে তুলতে পারেন সে জন্যই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে প্রচুর বৃষ্টি হওয়ায় আউটফিল্ড ভেজা রয়েছে।